Ato Maya By Tahsan Bangla Lyrics and video
Music- Sajid Sarker
Theme song- Ato Maya
Voice:- Tahsan
Lyric:- Maksud Alam Rifat
Editor:- Mahmudur Rahman
Theme song- Ato Maya
Voice:- Tahsan
Lyric:- Maksud Alam Rifat
Editor:- Mahmudur Rahman
দখিনা হাওয়ায় কোনো এক বিকেলে
এসে দাড়ালে দুচোখের আলোতে
আবেগী অনুভূতি হৃদয়ে জড়ো হয়ে
ভাবছে তোমাকে আরো আপন করে
এতো মায়া তুমি দিলে ছড়িয়ে
আমার সারা বেলা নিলে তোমার করে
যখন ভেবেছি পাবো পুরোটাই
তোমাকে আমার করে
অসময়ের ঝড়ো হাওয়াতে
ফেলেছি হারিয়ে তোমাকে
যখন ভেবেছি পাবো পুরোটাই
তোমাকে আমার করে
অসময়ের ঝড়ো হাওয়াতে
ফেলেছি হারিয়ে তোমাকে
কেনো এলে তুমি আলো ছায়ার মাঝে
দূরে থেকেও তুমি রবে আমার হয়ে...
ইচ্ছেগুলো সব থমকে গেছে
চাঁদের আলো নিভে
তোমার ছায়া যাচ্ছে সরে
আমাকে শূন্য করে
ইচ্ছেগুলো সব থমকে গেছে
চাঁদের আলো নিভে
তোমার ছায়া যাচ্ছে সরে
আমাকে শূন্য করে
কেনো এলে তুমি আলো ছায়ার মাঝে
দূরে থেকেও তুমি
রবে আমার হয়ে
কেনো এলে তুমি আলো ছায়ার মাঝে
দূরে থেকেও তুমি
রবে আমার হয়ে
Video



No comments:
Post a Comment
Please dont spam