MAIN MENU

Footer Pages

Monday, June 13, 2016

হোমিও ক্যান্সার সম্মেলন- ২০১৬ এর লক্ষ্য কি?


তারিখ- ১৩ই ফেব্রুয়ারি- ২০১৬ রোজ- শনিবার
স্থান- ডাঃ মোতালিব স্যারের নিজবাড়ীতে
সভাপতি- ডাঃ নেয়ামত উল্লাহ
আয়োজনে- মোতালিব বিকল্প হোমিও ক্যান্সার সেবালয়যুকমেঊস, মোতালিব ফাউ (প্রস্তাঃ) ও
তত্ত্বাবধানে- ৭০০ ক্ষুদে দার্শনিক

হোমিও বিকল্প ক্যান্সার সেবালয় নিয়ে মরহুম ডাঃ মোতালিব মিয়া (বি এইচ এম এস- ১ম ব্যাচ, ঢাবি) স্যারের পরিকল্পনা--

সরকার কত কোটি কোটি টাকার পরিকল্পনা নেয়, কিন্ত ফলাফল শূন্য। পক্ষান্তরে আমাদের শূন্য ফান্ড থেকে ক্যান্সার আরোগ্যের হাড় ৫০%। অপারেশন, ক্যামোথেরাপি বা রেডিয়েশনের পূর্বে আসতে হবে। আপনি জানেন আরোগ্যের সাথে ডেকোরেশনের কোন সম্পর্ক নেই। আমার বা আপনার ক্ষুদ্র রুমটি হতে পারে ক্যান্সার সেবালয়। আমাদের রোগীর অভাব নেই। কারন প্রচলিত চিকিৎসায় রোগী তৈয়ার হচ্ছে।

প্রথমত-   আমরা জানি কিভাবে 'চিকিৎসা বিভ্রাট' বা ক্যান্সারের সেবা করতে হয়।
দ্বিতীয়ত-  ঔষধ। সহস্রতমিক পদ্দতিতে হলে ভালো হয়।
তৃতীয়ত-  বক্তিগত উদ্যোগ।
চতুর্থত-   বাস্তবায়ন ও প্রচার।

আমরা যখন প্রশিক্ষণ শুরু করি তখন সরকারি/ বেসরকারি অনেক বাধা সহ্য করতে হয়েছিল। প্রশিক্ষণের সার্থকতার প্রমাণ আপনারা নিজেরাই। আমি বিশ্বাস করি আন্দোলন বৃথা যায় না। আপনাদের থিওরী বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে। ধারণটা নিন্মরূপ--

ইচ্ছা করলে ঔষধবিহীন জীবন যাপন সম্ভব। প্রচলিত ঔষধ ৯৯% রোগের কারণ। উক্ত চিকিৎসা বিভ্রাটের সমাধান চাই। সমাধানটি হতে হবে শারীরিক, মানসিক ও আর্থিক বিনা কষ্টে। আমাদের দীর্ঘ দিনের গবেষণার ফসল ক্যান্সার চিকিৎসা বিভ্রাট, মানব সৃষ্টি রসায়নের জটিলতা। আমাদের আন্দোলন রসায়ন জটিলতার বিরুদ্বে।

আমাদের লক্ষ্য হলো টিকে থাকার যুক্তি। কৃ্ত্রিম রোগ সৃষ্টিকারী ঔষধ বীহিন সমাজ। চিকিৎসা বিভ্রাট রহীত করনাথে কেন্দ্রাস্থাপন। পরে বিভাগ ও জেলা লেবেলে মোতালিব বিকল্প হোমিও ক্যান্সার সেবালয় স্থাপন। আমাদের উদ্দেশ্য সমাজ সদস্যদের রোগ মুক্তি এবং সদস্যরা ও আমরা কিছু পাওয়া। ডেল কারনিক বলেছিলেন- 'কিছু দিলেই কিছু পাওয়া যায়।' সমাজকে দেওয়ার পদ্বতিগত আবিস্কার করতে হবে। যেমন- আমেরিকার প্রেসিডেন্ট জন কেনেডি ১৯৬২ সনে চাঁদে যাওয়ার মিশন বিবৃত করেন চাঁদে যাবে ও ফিরে আসবে। ১৯৭০সালে সার্থক হয়। আমাদের মিশন হল ম্যারাথন দৌড়ের মত। ২০০৯ এ মোতালিব বিকল্প হোমিও ক্যান্সার সেবালয় উদ্বোধন হল ২০২১ সনে প্রতিবিভাগে ও জেলায় একটি করে সেবালয় স্থাপন দেখতে চাই। একদিন- সংস্থাটি জাতীয় পর্যায়ের হবে ইনশায়াল্লাহ। আয়বদ্ধক কাজ হিসেবে চাঁদা/ অনুদান কম। অসহায় গরীব রোগীদের ফ্রি- চিকিৎসার ব্যবস্থা থাকবে।

অবহিতকরণ
"৩য় বার্ষিক হোমিও ক্যান্সার সম্মেলন- ২০১৯"

তারিখ- ০৯/ ০২/ ২০১৯ইং (সম্ভাব্য) রোজ- শনিবার, সকাল- ১০ ঘটিকায়
স্থান- ডাঃ মোতালিব স্যারের নিজবাড়ীতে, সাকসেস কেইস স্টাডি- ২০ টি
ডেলিগেট ফি- ফ্রি (সার্টিফিকেট বাবদ ইচ্ছে অনুযায়ী অংশগ্রহণ)
র‍্যালী ও কুইজ পু্রস্কার বিতীরন- ক্যান্সার প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টি
আসন সংখ্যা-  ৪০০ জন
আয়োজনে- মোতালিব বিকল্প হোমিও ক্যান্সার সেবালয়যুকমেঊস, মোতালিব ফাউ (প্রস্তাঃ) ও
তত্ত্বাবধানে- ৭০০ ক্ষুদে দার্শনিক
বিশেষ সাময়িকী প্রকাশ- তথ্যবহুল লেখা ও কেইস জমা নেয়া হচ্ছে।
স্পন্সর/ সৌজন্যে- আগ্রহী দেশী-বিদেশী হোমিও শিল্প প্রতিষ্ঠান
সার্বিক যোগাযোগ- ০১৫৫২ ৩৫৯৫৪৫





No comments:

Post a Comment

Please dont spam