মানুষ একটা দুই চাক্কার সাইকেল
বাউল মনির সরকারের লেখা ও সুর করা একটি গান আজ দেয়া হলো বাউলা অন্তরের
বাউলদের জন্য, "হাওয়ার উপর চলে গাড়ি... লাগে না পেট্টোল ডিজেল...মানুষ
একটা দুই চাক্কার সাইকেল ...". মূল কথা: বাউল মুনি সরকার
গায়ক: সন্ন্যাসী ব্যান্ডের 'গামছা পলাশ'
হাওয়ার উপর চলে গাড়ি লাগেনা পেট্রল ডিজেল
মানুষ একটা দুই চাক্কার সাইকেল,
কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।
দুই চাক্কায় করেছে খাঁড়া
জায়গায় জায়গায় ইস্কুরুপ মারা
বাত্তর হাজার ইস্পত দিয়ে
এই সাইকেল গড়া।
চিন্তা করে দেখনা একবার, চিন্তা করে দেখনা একবার
দুইশ ছয়টা হয় এক্সেল...
মানুষ একটা দুই চাক্কার সাইকেল...
নতুন সাইকেল পুরান হইবে
কলকব্জায় জং যে ধরিবে
বেল বাত্তির ঐ ঠং ঠং আওয়াজ বন্ধ হইবে
এক কদম আগে না বাড়বে
হাজার বার মারলে প্যাডেল
মানুষ একটা দুই চাক্কার সাইকেল
কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল
মানুষ একটা দুই চাক্কার সাইকেল...
ফুরাইলে সাইকেলের বাতাস
সেই দিন হবে সর্বনাশ
গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস
মুনি সরকার হইয়া লাশ
থাকবে ভব মেডিক্যাল
মানুষ একটা দুই চাক্কার সাইকেল
কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল
মানুষ একটা দুই চাক্কার সাইকেল...
Video

No comments:
Post a Comment
Please dont spam