MAIN MENU

Footer Pages

Monday, August 29, 2016

পাতলা চুলগুলোকে ঘন করে ফেলুন একদম সহজ কিছু উপায়ে

পাতলা চুল নিয়ে অনেক নারীরই আক্ষেপের শেষ নেই। চুল পড়ে যাবার কারণে অনেকের চুল পাতলা হয়ে যেতে পারে আবার কারও কারও চুল জন্মগতভাবেই হয়ে থাকতে পারে পাতলা। ঘন, ভারী চুল পেতে চাইলে আপনিও করতে পারেন এই কাজগুলো।

১) খাদ্যভ্যাসে অনুন পরিবর্তন:- চুল পাতলা হয়ে যাওয়াটা হতে পারে কোনো ভিটামিনের অভাবের লক্ষণ।আপনার খাদ্যভ্যাসের সাথে খেতে পারেন কোনো ভিটামিন সাপ্লিমেন্ট। এটা চুলকে শক্তিশালী করবে.

২) সঠিক যত্ন নিন:- নিয়মিত তালু ম্যাসাজ করুন। চুল শ্যাম্পু এবং কন্ডিশন করার ক্ষেত্রে ভালো এবং আপনার চুলের সাথে মানানসই পণ্য ব্যবহার করুন। অতিরিক্ত স্টাইলিং, আয়রনিং, কার্লিং এবং রাসায়নিক থেকে চুলকে বাঁচিয়ে রাখুন। বেশিক্ষণ রোদে বা ধুলাবালিতে থাকলে চুল ঢেকে রাখার চেষ্টা করুন। ব্লো ড্রাই কম করে প্রাকৃতিকভাবে চুল শুকানোর চেষ্টা করুন। 

 

৩) প্রাকৃতিক উপাদানঃ-কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো প্রাকৃতিকভাবেই আপনার চুল করে তুলবে ঘন। ঘরেই এসব উপাদান ব্যবহার করে উপকার পেতে পারেন আপনি।

-   ক্যাস্টর অয়েল
-   নারিকেল তেল
-   আপেল
-   অ্যালো ভেরা
-   মধু
-   লেমন গ্রাস

No comments:

Post a Comment

Please dont spam