হারিয়ে গেছে
আরশাদ উল্লাহ্
আরশাদ উল্লাহ্
কখনো কখনো নিজেকে হারিয়ে খুঁজি
ফেলে আসা অতীত স্মৃতির দিগন্তে-
অদৃশ্য ছায়ার মতো হেঁটে হেঁটে একান্তে
ঘন গাঢ় এক জঙ্গলে গিয়ে হারিয়ে যাই!
পাখিরা কথা বলে প্রতিবাদের সুরে,
বলে, ‘এখানে নেই, এখানে নেই সে-
যাকে তুমি খুঁজ!’
আমার ছায়া বলে উত্তরে, ‘অশরীরী আমি,
আমার দেহটি লুকিয়েছে এখানে শৈশবে-
তাকে খুঁজি।
এখানে পেয়ারা, আমলকি, করমচা সব আছে।
ঐ সব ফল পেড়ে এনে যাকে দিতাম তখন,
সে হঠাত কথা বলে এসে সামনে দাঁড়িয়ে,
এই যে আমি আছি দেখো, আমি তোমার সেই...
হাত বাড়িয়ে ধরতে গেলাম তাকে, কিন্তু-
সে নেই, সে নেই! সে যে হারিয়ে গেছে!
ফেলে আসা অতীত স্মৃতির দিগন্তে-
অদৃশ্য ছায়ার মতো হেঁটে হেঁটে একান্তে
ঘন গাঢ় এক জঙ্গলে গিয়ে হারিয়ে যাই!
পাখিরা কথা বলে প্রতিবাদের সুরে,
বলে, ‘এখানে নেই, এখানে নেই সে-
যাকে তুমি খুঁজ!’
আমার ছায়া বলে উত্তরে, ‘অশরীরী আমি,
আমার দেহটি লুকিয়েছে এখানে শৈশবে-
তাকে খুঁজি।
এখানে পেয়ারা, আমলকি, করমচা সব আছে।
ঐ সব ফল পেড়ে এনে যাকে দিতাম তখন,
সে হঠাত কথা বলে এসে সামনে দাঁড়িয়ে,
এই যে আমি আছি দেখো, আমি তোমার সেই...
হাত বাড়িয়ে ধরতে গেলাম তাকে, কিন্তু-
সে নেই, সে নেই! সে যে হারিয়ে গেছে!

No comments:
Post a Comment
Please dont spam