গত রাতে Dacca Cuisine এ গেলাম। একটা ছাড়া প্রত্যেকটা আইটেমই জাস্ট ওয়াও! কোয়ালিটি ধরে রাখতে পারলে এটা ঢাকার বেস্ট রেস্টুরেন্ট গুলোর এক...
গত রাতে Dacca Cuisine এ গেলাম।
একটা ছাড়া প্রত্যেকটা আইটেমই জাস্ট ওয়াও!
কোয়ালিটি ধরে রাখতে পারলে এটা ঢাকার বেস্ট রেস্টুরেন্ট গুলোর একটা হয়ে যাবে। ইন শা আল্লাহ্।
Dacca_Cuisine
location : নয়া পল্টন। ফকিরাপুল মোড়েই বলা যায়।
location : নয়া পল্টন। ফকিরাপুল মোড়েই বলা যায়।
১/সুলতানি_বিরিয়ানি
Price : 240 টাকা( ১ জনের জন্য)...দামটা একটু বেশি। তবে ৪ জনের জন্য ৬০০ টাকা।আস্ত মুরগিসহ।
Taste : ৮/১০....যেমন ঘ্রাণ তেমন টেস্ট। চিকেন পিসটা ওয়েল কুকড। পরিমাণেও অনেক।খুব একটা ড্রাই লাগে নাই,একটা ময়েস্ট ভাব ছিল।এটার সাথে কম্পলিমেন্টারি হিসেবে কোক ছিল। আর দই সালাদ স্বাদটাকেও বাড়িয়ে দিচ্ছিল।
Price : 240 টাকা( ১ জনের জন্য)...দামটা একটু বেশি। তবে ৪ জনের জন্য ৬০০ টাকা।আস্ত মুরগিসহ।
Taste : ৮/১০....যেমন ঘ্রাণ তেমন টেস্ট। চিকেন পিসটা ওয়েল কুকড। পরিমাণেও অনেক।খুব একটা ড্রাই লাগে নাই,একটা ময়েস্ট ভাব ছিল।এটার সাথে কম্পলিমেন্টারি হিসেবে কোক ছিল। আর দই সালাদ স্বাদটাকেও বাড়িয়ে দিচ্ছিল।
২/চিকেন_খিচুড়ি
Price : ১৮০
Taste : ৮.৫/১০....খুব স্নিগ্ধ একটা স্মেল আসছিলো। খুব ড্রাই ও না,খুব মাখা মাখা ও না। চিকেন পিস এর উপস্থিতিও বেশ ছিল। শুধু একটা পেয়াজের অভাব বোধ করছিলাম।
Price : ১৮০
Taste : ৮.৫/১০....খুব স্নিগ্ধ একটা স্মেল আসছিলো। খুব ড্রাই ও না,খুব মাখা মাখা ও না। চিকেন পিস এর উপস্থিতিও বেশ ছিল। শুধু একটা পেয়াজের অভাব বোধ করছিলাম।
৩/মাটন_ঝাল_ফ্রাই
Price : ২৬০
Taste : ৬/১০....পরিমাণে আরেকটু বেশি দিলে বেশ হত। স্বাদ মোটামুটি
Price : ২৬০
Taste : ৬/১০....পরিমাণে আরেকটু বেশি দিলে বেশ হত। স্বাদ মোটামুটি
৪/ আইস্ক্রিম_চকোলাভা
Price : ১৫০ টাকা
Taste : ৮/১০....পুরো মাখনকোমল জিনিস। সাথে খুব ফোমি আইস্ক্রিমের কম্বিনেশনে ডেজার্ট টা অনবদ্য হয়ে উঠেছিল।
৫/কিটক্যাট_শেইক
Price : ১৭৫ টাকা
Taste : ৯/১০....প্রথম সিপেই ওয়াও ভাব চলে আসল। গরম গরম স্পাইসি খাবারগুলো খাওয়ার পরে এমন মজার একটা লিকুইড কেমন লাগতে পারে তা সহজেই অনুমেয়।
Service_n_Environment : ইন্টেরিওর খুব সুন্দর। বেশ বড় প্লেস। আর স্টাফরা খুবি Humble & cordial.... প্রফেশনালিজম ভালো লেভেলের।
পুনশ্চ : এটাই বলব যে, এটা অবশ্যই একটা মাস্ট ট্রাই প্লেস।
COMMENTS