দুঃখ বিলাস/ Dukkho Bilash শিল্পীঃ আর্টসেল / Artcell অ্যালবামঃ পাওয়া যায় নি সুরকারঃ পাওয়া যায় নি ...
দুঃখ বিলাস/ Dukkho Bilash
শিল্পীঃ আর্টসেল / Artcell
অ্যালবামঃ পাওয়া যায় নি
অ্যালবামঃ পাওয়া যায় নি
সুরকারঃ পাওয়া যায় নি
গীতিকারঃ পাওয়া যায় নিতোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা
তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে
ও আমায় ভালবাসেনি অসীম এ ভালবাসা ও বোঝেনি
ও আমায় ভালবাসেনি অতল ভালবাসা তলিয়ে দেখেনি
তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা
তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মতন নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে
ও আমায় ভালবাসেনি অসীম এ ভালবাসা ও বোঝেনি
ও আমায় ভালবাসেনি অতল ভালবাসা তলিয়ে দেখেনি
এত ভীড়েও আজও আমি একা
মনে শুধুই যে শুন্যতা
এত ভীড়েও আজও আমি একা
মনে শুধুই যে শুন্যতা
আঁধারে যত ছড়ায় আলো সবি আঁধারের রাত
ও যে কোথায় হারাল ব্যাথা কাটতে যে শুধায়
আ আ আ আ আ আ………
Tags:- Bangla song lyrics, Artcel song lyrics, bangla band song collection, band song lyrics, pop song lyrics, artcel song download, Dukkho Bilash song lyrics, eto vire ou aj ami eka, mone je sudhu je sunnota, artcell song collection,
COMMENTS