Singer : Arko Mukherjee & Somlata Acharya Lyrics: Sumit Samaddar Music: Neel Dutta cinema : Cross Connection(2009) ইচ্ছেগুলো যে ...
Singer : Arko Mukherjee & Somlata Acharya
Lyrics: Sumit Samaddar
Lyrics: Sumit Samaddar
Music: Neel Dutta
cinema : Cross Connection(2009)
cinema : Cross Connection(2009)
ইচ্ছেগুলো যে দিচ্ছে ঈশারা
যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া
চেনা চেনা সুরে আসছি ফিরে ফিরে,
ভাবনারা কেন যে আজ দিশেহারা,
ইচ্ছেগুলো যে দিচ্ছে ঈশারা,
হয়তো নিছকই পাগলামি
শুধু জানে আমার আমি
যেমন রোদ্দুর তা নিজেকে জানে
মেঘেদের আঁকিবুঁকি,
দেবে তারই ফাঁকে উঁকি,
ইচ্ছেমত নিয়ম না মেনে,
বেহিসেবি ইচ্ছে গায়,
কাউকে ভালোবাসতে চায়,
সেও কি দেবে আমার ডাকে সাড়া,
ইচ্ছেগুলো যে দিচ্ছে ঈশারা,
ও ও... উ উ...
হে হে... উ উ...,
ভালোলাগার হাতছানি,
মন যখন তখন আশমানি,
দুচোখ বুজলেই নাম না জানা সুর,
যখন স্বপ্ন আসে ঘিরে,
যেমন টুপটাপ বৃষ্টি পড়ে,
তারা একদিন হবে অথই সমুদ্দুর
ব্যাস্ত বিকেল বলতে চায়,
একটু আমার কাছে আয়,
হবি কি আমার মত লক্ষীছাড়া
ইচ্ছেগুলো যে দিচ্ছে ঈশারা
ইচ্ছেগুলো যে দিচ্ছে ঈশারা
যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া
চেনা চেনা সুরে আসছি ফিরে ফিরে
ভাবনারা কেন যে আজ দিশেহারা
ইচ্ছেগুলো যে দিচ্ছে ঈশারা
যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া
ইচ্ছেগুলো যে দিচ্ছে ঈশারা
যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া
চেনা চেনা সুরে আসছি ফিরে ফিরে,
ভাবনারা কেন যে আজ দিশেহারা,
ইচ্ছেগুলো যে দিচ্ছে ঈশারা,
হয়তো নিছকই পাগলামি
শুধু জানে আমার আমি
যেমন রোদ্দুর তা নিজেকে জানে
মেঘেদের আঁকিবুঁকি,
দেবে তারই ফাঁকে উঁকি,
ইচ্ছেমত নিয়ম না মেনে,
বেহিসেবি ইচ্ছে গায়,
কাউকে ভালোবাসতে চায়,
সেও কি দেবে আমার ডাকে সাড়া,
ইচ্ছেগুলো যে দিচ্ছে ঈশারা,
ও ও... উ উ...
হে হে... উ উ...,
ভালোলাগার হাতছানি,
মন যখন তখন আশমানি,
দুচোখ বুজলেই নাম না জানা সুর,
যখন স্বপ্ন আসে ঘিরে,
যেমন টুপটাপ বৃষ্টি পড়ে,
তারা একদিন হবে অথই সমুদ্দুর
ব্যাস্ত বিকেল বলতে চায়,
একটু আমার কাছে আয়,
হবি কি আমার মত লক্ষীছাড়া
ইচ্ছেগুলো যে দিচ্ছে ঈশারা
ইচ্ছেগুলো যে দিচ্ছে ঈশারা
যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া
চেনা চেনা সুরে আসছি ফিরে ফিরে
ভাবনারা কেন যে আজ দিশেহারা
ইচ্ছেগুলো যে দিচ্ছে ঈশারা
যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া
ইচ্ছেগুলো যে দিচ্ছে ঈশারা
Tags:- ichhe gulo je dicche ishara mp3 download, cross connection je dike jaye rasta, cross connection songs, Arko Mukherjee new song, kolkata new song, kolkata movie song lyrics,
COMMENTS