বাংলা ১ম পত্রের গদ্য এবং পদ্যের সম্পূর্ণ এমসিকিউ

১। কে চিরায়ত প্রথা অবমাননা করতে চায় নি? (ক) কমলাকান্ত ২। কমলাকান্ত ‘পাষাণবৎ কঠিন' হয়েছিল কেন? (ক) লর্ড ওয়েলিংটন আফিং চাওয়ায় নিচের ...

১। কে চিরায়ত প্রথা অবমাননা করতে চায় নি?
(ক) কমলাকান্ত

২। কমলাকান্ত ‘পাষাণবৎ কঠিন' হয়েছিল কেন?
(ক) লর্ড ওয়েলিংটন আফিং চাওয়ায়

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দিন ঃ অথৈ ঘরের খাবার বেঁচে গেলে নর্দমায় ফেলে দেয়। কিন্তু তার প্রতিবেশী হাসনা বানু পর্যাপ্ত আয় করতে পারে না বলে প্রায়ই অনাহারে থাকে ।
৩। উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে কোন রচনার মিল রয়েছে?
(ক) বিড়াল

৪। উদ্দীপক ও 'বিড়াল' প্রবন্ধে যে বিষয়টি ফুটে উঠেছে-
(গ) ধনী-দরিদ্র বৈষম্য

৫। পৃথিবীতে কীসে বিড়ালের অধিকার রয়েছে?
(খ) মৎস্য-মাংসে

৬। বিড়াল চোর হয়েছে কেন?
(গ) খেতে না পেয়ে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দিন ঃ ক্ষুধার তাড়নায় ছেলে রাসু চুরি করেছে। চুরি করার অপরাধে ছেলেকে মারতে গিয়েও থমকে দাঁড়ালো আফাজ আলি ।
৭। উদ্দীপকের আফাজ আলির সঙ্গে 'বিড়াল' গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়?
(গ) কমলাকান্ত

এরূপ সাদৃশ্য যে বিষয়ে-
ii. মানবিকতায়

৯। কমলাকান্ত বিড়ালকে কীসের ভাগ দিতে চেয়েছে?
(গ) আফিং

১০। কী কারণে চোর অপেক্ষা কৃপণ ধনী শতগুণে দোষী?
(ঘ) সমাজের ধন কুক্ষিগত করে

নিচের উদ্দীপকটি পড়ন এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দিন ঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে হাস্যরস ও ব্যঙ্গধর্মী রচনার জন্য বিশেষ খ্যাতিমান। তবে তাঁর এই বাঙ্গের পেছনে রয়েছে সাম্যচেতনা, ন্যায়বোধ ও মানবিকতা।
১১। উদ্দীপকের চেতনা বিড়াল' প্রবন্ধে কার মাধ্যমে প্রকাশিত হয়েছে?
(ক) কমলাকান্ত

১২। উদ্দীপক ও ‘বিড়াল' প্রবন্ধে সাদৃশ্য রয়েছে যে বিষয়ে-
i. সাম্যচেতনা প্ৰকাশে
ii. ডিউক মহাশয়ের বক্তব্যে
iii. বিড়ালের দ্রোহে
নিচের কোনটি সঠিক?
(ঘ) i ও iii

১৩। আফিংখোর কে?
(ক) ওয়েলিংটন

১৪। ‘পরোপকার' বলতে বুঝানো হয়েছে-
(গ) পরম ধর্ম

নিচের উদ্দীপকটি পড়ন এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দিন ঃ রাস্তার পাশে দশতলী একটি অবৈধ স্থাপনা ভাঙা হবে। স্থানীয় সরকার কর্তৃপক্ষের লোকজন প্রস্তুত। এলাকার মানুষের মধ্যে হাহাকার পড়ে গেল। ওদিকে অপরপাশে রেলের বস্তিটি উচ্ছেদ করার সময় কোনো প্রতিক্রিয়া দেখা যায় না ।
১৫। উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে নিচের কোন রচনার সাদৃশ্য রয়েছে?
(গ) বিড়াল

১৬। উদ্দীপক ও 'বিড়াল' প্রবন্ধের উপজীব্য-
(ক) ধনী ও দরিদ্রের বৈষম্য

১৭। ওয়াটারলু যুদ্ধে হেরে নেপোলিয়ন কোন দ্বীপে নির্বাসিত হয়ে মৃত্যুবরণ করেন?
(ক) সেন্ট হেলেনা দ্বীপে

১৮। 'বিড়াল' রচনায় মার্জারী কমলাকান্তকে ভয় পেল না কেন?
(ক) সে নেশাগ্রস্ত ছিল বলে

১৯। বিড়াল' প্রবন্ধে কার কথা ভারি
(গ) মার্জার

২০। কোন অঞ্চল রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পলেখাকে প্রভাবিত করেছিল?
(খ) শিলাইদহ
২১। স্বয়ংবরা বলতে বুঝায়-
i. যে মেয়ে নিজে স্বামী নির্বাচন করে
ii. যে মেয়ের মামা স্বামী নির্বাচন করে
iii. যে মেয়ের পিতা স্বামী নির্বাচন করে নিচের কোনটি সঠিক?
(ক) i

নিচের উদ্দীপকটি পড়ন এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দিন ঃ রবীন্দ্র ছোটগল্পকে এক দিক থেকে বাঙালির জীবনভাষ্য বলা চলে। তাঁর গল্পে একদিকে যেমন পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে, তেমনি একইসঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে।
২২। উদ্দীপকের বিষয়বস্তু কোন রচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ?
(ক) অপরিচিতা

২৩। উদ্দীপক ও 'অপরিচিতা' গল্পে মিল রয়েছে যে বিষয়ে-
i. বন্ধন থেকে মুক্তিতে
ii. পুরুষতন্ত্রের অমানবিকতায়
iii. নারীর প্রশস্তিতে
নিচের কোনটি সঠিক?
(ঘ) ii ও iii

২৪। অনুপম মাকে নিয়ে কোথায় যাচ্ছিল?
(ক) তীর্থে

২৫। অনুপমের মন ভরে যায় কেন?
(ক) মধুর স্বরে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দিনঃ ফাল্গুনি বিয়ে ভাঙার পর থেকে পথশিশুদের আলোকিত করার কাজ গ্রহণ করেছে। এটিতেই সে খুব আনন্দ উপভোগ করে।
২৬। উদ্দীপকের বিষয়বস্তু 'অপরিচিতা' গল্পে কার চরিত্রে প্রতিফলিত হয়েছে?
(ক) কল্যাণী

২৭। উদ্দীপক ও 'অপরিচিতা' গল্পের চরিত্রে প্রকাশ পেয়েছে-
i. সাহসিকতা ii. অভিমান iii. আত্মমর্যাদা
নিচের কোনটি সঠিক?
(গ) iii

২৮। গজানন কে?
(খ) গণেশ

২৯। কল্যাণী কেন বিয়ে করবে না?
(ঘ) মাতৃ-আজ্ঞায়

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দিন ঃ আশুতোষ মুখার্জি উচ্চশিক্ষিত ও রুচিবান একজন মানুষ। তিনি কনের পিতা। বিয়ের অনুষ্ঠানে বরের মামা কনের গহনা পরীক্ষা করতে চাইলে আশুতোশ বাবু ঠান্ডা মাথায় তা করতে দেন।
৩০। উদ্দীপকের সঙ্গে 'অপরিচিতা' গল্পের যে চরিত্রের মিল রয়েছে-
(গ) শম্ভুনাথ

৩১। উদ্দীপক ও 'অপরিচিতা' গল্পের পিতা চরিত্রে মিল রয়েছে যে বিষয়ে-
i. সৌজন্যবোধ ii. সহনশীলতা iii. নির্মমতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii

৩২। রাজকন্যার হবু স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় মামা হরিচরণ ফুলপুর গিয়েছিলেন। 'অপরিচিতা' গল্পে হরিচরণের অনুরূপ চরিত্র হলো-
(i) বিনুদাদা
(ii) হরিশ
(iii) অনুপমের পিসতুতো ভাই
নিচের কোনটি সঠিক?
(খ) i ও iii

৩৩। ‘অপরিচিতা' গল্পে 'আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে' বলতে কী বুঝানো হয়েছে?
(ক) সংসার অনভিজ্ঞ

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৩৪ ও ৩৫নং প্রশ্নের উত্তর দিন ঃ
“ঘরেতে এলো না সে তো
মনে তার নিত্য আসা যাওয়া-
পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।”
৩৪। উদ্দীপকের 'সে' ‘অপরিচিতা' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
(ক) কল্যাণী

৩৫। উদ্দীপকের 'সে' 'অপরিচিতা' গল্পের আলোচিত চরিত্রটির প্রতিনিধিত্ব করে যে কারণে-
(iii) যৌতুক প্রথার বলি
(i) পরিণাম একই
(ii) নায়কের কল্পনা

নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

৩৬। “অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।”- এখানে 'তেলাপোকা' হলো-
(ঘ) ন্যাড়া

৩৭। “আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।”- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর --
(ঘ) আত্মমর্যাদাবোধ

৩৮। শ্যামল বাবু তার বড় ছেলে রুপকের জন্য মেয়ে ৪ দেখেছেন চৌদ্দতম বার। উপযুক্ত পণ ছাড়া ছেলের বিরে তিনি দেবেনই না । উদ্দীপকের বিবরণে উঠে এসেছে- অপরিচিতা গল্পের-
(i) সমাজের যৌতুক প্রথা (ii) সমাজের বিবাহ প্রথা (iii) সমাজের কৌলীন্য প্রথা
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

৩৯। বঁইচি কী?
(ক) কাঁটাযুক্ত ছোট গাছা

৪০। ‘সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়' বাক্যটিতে প্রকাশ পেয়েছে—
(ঘ) ব্যঙ্গ
নিচের উদ্দীপকটি পড়ন এবং ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দিন ঃ ‘শেষ পরিচয়' উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের কথক অমূল্য বিশ শতকের দ্বিতীয় দশকের যুদ্ধসংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র।
৪১। উদ্দীপকের অমূল্য'র সঙ্গে 'বিলাসী' গল্পে কার সাদৃশ্য রয়েছে?
(ক) ন্যাড়া

৪২। উদ্দীপকে 'বিলাসী' গল্পের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
i. ছোটগল্পের আঙ্গিকগত দিক
ii. ছোটগল্পের নামকরণ
iii. ছোটগল্পের বিষয়বস্তু
নিচের কোনটি সঠিক?
(ক) i

৪৩। ন্যাড়ার সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয়ার কারণ কী?
(গ) মশার কামড়

এ আমাদের সেই মৃত্যুঞ্জয়'- 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের এই পরিবর্তন কোথায় ঘটেছে?
(খ) জাতবিসর্জনে

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দিন : ধনাঢ্য ব্যবসায়ীর একমাত্র কন্যা মনীষা নিম্নবিত্ত পরিবারের ছেলে আশিককে পরিবারের অমতে বিয়ে করে। বাস্তবতাকে মেনে নিয়ে আজ সে আটপৌরে জীবনযাপন করছ।

৪৫। উদ্দীপকের মনীষা 'বিলাসী' গল্পে কাকে প্রতিনিধিত্ব করে?
(খ) বিলাসী
৪৬। উদ্দীপকে 'বিলাসী' গল্পের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
i. শ্রেণিবৈষম্য
ii. কুসংস্কার
iii. মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
(ক) i

৪৭। বিলাসী কার মেয়ে?
(খ) সাপুড়ে

৪৮। 'গেল গেল গ্রামটা রসাতলে গেল'- কেন?
(ক) মৃত্যুঞ্জয় ও বিলাসীর বিবাহে

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দিন ঃ 'অচলায়তন' নাটকে অচলায়তন বিদ্যামন্দিরের প্রতিষ্ঠাতা দাদাঠাকুর। এর শিক্ষার্থীরা প্রথা, বিধান ও সংস্কারের দাস। পাশের গ্রামে নীচু জাতের লোকেরা বাস করে। দাদাঠাকুর এদের সঙ্গে মেশার জন্য আর বিদ্যামন্দিরে অবস্থান করেন না।

৪৯। উদ্দীপকের দাদাঠাকুরের সঙ্গে 'বিলাসী' গল্পে কোন চরিত্রটির মিল রয়েছে?
(খ) মৃত্যুঞ্জয়

৫০। উদ্দীপকে 'বিলাসী' গল্পের কোন সামাজিক দিকটি ফুটে উঠেছে?
i. বর্ণপ্রথা
ii. অজ্ঞতা
iii. শ্রেণিবৈষম্য
নিচের কোনটি সঠিক?
(ঘ) i ও iii

৫১। 'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে' এখানে 'তেলাপোকা' হলো—
(খ) ন্যাড়া

৫২। 'বিলাসী' গল্পে অনুপাপ বলা হয়েছে কোনটিকে?
(খ) নিম্নবর্ণের হাতে ভাত খাওয়া

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দিন ঃ জমিদার অমিত রায় চৌধুরী রক্ষণশীল সমাজপতি। তিনি সনাতন প্রথা, বিধান ও সংস্কারের দাস হলেও তার পুত্র সুজিত পিতার সম্পূর্ণ বিপরীত। সাধারণ মানুষের সঙ্গে মেলামেশার কারণে সুজিত এখন আর জমিদার বাড়িতে থাকেন না ।

৫৩। উদ্দীপকের সুজিত রায় চৌধুরীর সঙ্গে 'বিলাসী' গল্পের কোন চরিত্রটির মিল রয়েছে? [বাউবি-১৮]
(খ) মৃত্যুঞ্জয়

৫৪। উদ্দীপকের 'বিলাসী' গল্পের যে সামাজিক দিকটি উপস্থাপিত হয়েছে—
(i) বর্ণপ্রথা
(ii) শ্রেণিবৈষম্য
(iii) অজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
(ঘ) i ও ii
৫৫। 'প্রজাপতি কীসের দেবতা?
(ক) বিদ্যার

৫৬। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম- উক্তিটি কার?
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

০৬. আমার প্রথ
৮১। মহাত্মা গান্ধী আমাদের কী শিখিয়েছিলেন?
(খ) স্বাবলম্বন

৮২। মানুষের অমর্যাদা হয় কীসে?
(খ) মিথ্যা বিনয়ে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দিন :
আপন খবর আপনার হয় না
একবার আপনারে চিনলে
যায় অচেনারে চেনা
ও যার আপন খবর আপনার হয় না।
৮৩। উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য রয়েছে যে রচনার
(গ) আমার পথ

৮৪। উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের যে বিষয়টি ফুটে উঠেছে—
i. সত্যকে জানা ii. নিজেকে জানা iii. অজানাকে জানা
নিচের কোনটি সঠিক?
(খ) ii

৮৫। 'কুর্নিশ' শব্দের অর্থ কী?
(গ) অভিবাদন

৮৬। সকল ভয়কে কীভাবে দূর করা যায়?
(খ) আত্মনির্ভরশীল হয়ে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম
সে কখনো করে না বঞ্চনা।
৮৭। উদ্দীপকের সঙ্গে 'আমার পথ' রচনার যে ভাবটির মিল রয়েছে-
i. সত্য বিভ্রান্ত করে
ii. সত্য আলোর দিশারি
iii. সত্যের পথ অন্ধকার

নিচের কোনটি সঠিক?
(খ) ii

৮৮। উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের যে বৈশিষ্ট্যটি উপস্থাপিত হয়েছে—-
i. আত্মপ্রত্যয় ii. সত্যানুসন্ধান iii. দাম্ভিকতা
নিচের কোনটি সঠিক?
(ক) ii
নিচের কবিতাংশটি পড়ন এবং ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দিন : -
কেউ মালা, কেউ তসবি গলায়
তাইতে কী জাত ভিন্ন বলায়
যাওয়া কিংবা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কার রে।

৮৯। উদ্দীপকের ভাববস্তুতে 'আমার পথ' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে—
(i) হিন্দু-মুসলমান দ্বন্দ্ব (ii) মানবধর্মে বিশ্বাস (iii) অসাম্প্রদায়িক চেতনা
নিচের কোনটি সঠিক?
(গ) ii ও iii

৯০। বিষয়বস্তুর বিবেচনায় উদ্দীপকের সাথে 'আমার পথ প্রবন্ধের কোন চরণটি তুলনীয়?
(ক) মানবধর্মই সবচেয়ে বড় ধর্ম

৯১। ‘আমার পথ' প্রবন্ধের মূল উপজীব্য কোনটি?
(ক) আত্মবিশ্বাস জাগ্রত করা

৯২। ‘আমার পথ' প্রবন্ধে মহাত্মা গান্ধীর চরিত্রের কোন দিকটি উল্লেখ করা হয়েছে?
(ক) স্বাবলম্বন

৯৩। নুর হোসেন নামের প্রতিবাদী যুবক স্বৈরাচারী শাসকের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলে জীবন যেতে পারে জেনেও সুন্দর আগামীর প্রত্যাশায় রাজপথে দৃঢ় চিত্তে এগিয়ে যায়। উদ্দীপকের নুর হোসেন 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটির প্রতিনিধিত্ব করে? [বাউবি-২২]
(ক) সত্যের
১০৪। আহ্লাদির স্বামীর নাম কী?
(ক) জগু

১০৫। 'বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো।'- বলতে কী বুঝানো হয়েছে?
(খ) মেয়ে জামাইয়ের প্রতি ভালোবাসা

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দিন :
বন্যা পরবর্তী সময়ে গ্রামটিতে আকাল পড়েছে। লতিফা তার দুধের সন্তানকে বলতে গেলে একরকম অনাহারেই রেখেছে। খাদ্য যোগাড় করতে বেশ কষ্ট হচ্ছে।
১০৬। উদ্দীপকের লতিফার সঙ্গে 'মাসিপিসি' গল্পে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
(ক) মাসিপিসি

১০৭। এরূপ সাদৃশ্যের কারণ-
i. জীবনসংগ্রাম
ii. অস্তিত্ব-সংকট
iii. বন্যা

নিচের কোনটি সঠিক?
(খ) ii

১০৮। আহ্লাদিকে পাওয়ার জন্য মাসিপিসিকে কে পাগল করে তুলেছে?
(খ) গোকুল

১০৯। 'বাজারের তোলা' বলতে বুঝায়-
(ক) বিক্রেতাদের কাছ থেকে আদায় করা কর

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১১০ ও ১১১ নং প্রশ্নের উত্তর দিন ঃ
আহারে। এরে মাইয়াডারে মাইরা ফালাইস না। ওরে ও পাষাইণ্যা, দরজা খোল, মারিস না, আর মারিস না, জাহান্নামে যাইবি, মারিস না। বাইরে থেকে দু'হাতে ঝাঁপিটাকে ঠেলছে আবুলের মা। আবুল একবার তাকাল সেদিকে, কিন্তু ঝাঁপি খুলল না ।

১১০। উদ্দীপকের সঙ্গে 'মাসিপিসি' গল্পে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
(ক) জগু

১১১। এরূপ সাদৃশ্যপূর্ণ দিকটি হলো-
i. নারী নির্যাতনে
ii. সমাজে পুরুষতন্ত্রে
iii. নারীর অসহায়তায়

নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

১১২। 'সোমত্ত' শব্দের অর্থ কী?
(খ) যৌবনপ্রাপ্ত

১১৩। মাসিপিসির সমস্ত মন জুড়ে কোন ভাবনা কাজ করে?
(গ) আহ্লাদিকে রক্ষা করা

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১১৪ ও ১১৫ নং প্রশ্নের উত্তর দিন ঃ
পৃথিবীতে সাহসীরাই টিকে থাকে। কেননা সাহস মানুষকে বাঁচিয়ে রাখে। ভীরু কাপুরুষেরাই কেবল মরে। বার বার মরে ।

১১৪। উদ্দীপকের মূলভাব প্রকাশ পেয়েছে যে চরিত্রে-
(খ) মাসিপিসি

১১৫। উদ্দীপক ও 'মাসিপিসি' গল্পে ফুটে উঠেছে-
i. সাহসের বিকল্প নেই
ii. ভয় বিপদ বাড়ায়
iii. ভয় পুরুষতন্ত্রের সহায়ক

নিচের কোনটি সঠিক?
(ঘ) ii ও iii

১১৬। 'মাসিপিসি' গল্পে তুলে ধরা হয়েছে দুজন নারীর-
[বাউবি-২০১৮]
(ii) বুদ্ধিমত্তা (iii) স্বার্থপরতা
(i) সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii

১১৭। শুক্লপক্ষের একাদশীতে মাসিপিসি কী করেছে?
(ক) উপোস

১১৮। আহ্লাদিকে রক্ষার জন্য মাসিপিসির প্রচেষ্টায় তাদের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো-
(খ) সংগ্রামশীলতা

১০. বায়ান্নর দিনগুলো
১৩১। ‘রেডিওগ্রাম' শব্দের অর্থ কী?
(গ) বেতার বার্তা

১৩২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে অনশন করেছিলেন কেন?
মুক্তি পাওয়ার জন্য

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১৩৩ ও ১৩৪ নং প্রশ্নের উত্তর দিন :
“১. রাষ্ট্রভাষা বাংলা চাই ২. রাজবন্দীদের মুক্তি চাই ৩. শেখ মুজিবের মুক্তি চাই ৪. নূরুল আমিন নিপাত যাক।”

১৩৩। উদ্দীপকের শ্লোগানগুলো 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন বৎসরটিকে মনে করিয়ে দেয়?
(খ) ১৯৫২

১৩৪। উদ্দীপক ও 'বায়ান্নর দিনগুলো রচনায় প্রকাশিত হয়েছে-
i. ক্ষোভ
ii. অনুরাগ
iii. দেশপ্রেম

(ঘ) i ও iii
১৩৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কয়দিন পর বাড়ি পৌঁছেছিলেন?
(ক) তিন দিন

১৩৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন জীবন দিতে প্রস্তুত?
(ক) দেশ ও দেশের মানুষের কল্যাণে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১৩৭ ও ১৩৮ নং প্রশ্নের উত্তর দিন :
বলেশ্বর গ্রুপের শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে পুলিশ তাদের কয়েকজনকে আটক করে। আটককৃত শ্রমিকরা তাদের মুক্তির দাবিতে অনশন ধর্মঘট আরম্ভ করে দেয়। কারা কর্তৃপক্ষও দমবার পাত্র নন। তারা শ্রমিকদের নাকের ভেতর নল ঢুকিয়ে খাবার খাওয়ান ।

১৩৭। উদ্দীপকের অনশনকারীদের সঙ্গে 'বায়ান্নর দিনগুলো' রচনার কার সঙ্গে মিল রয়েছে?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৩৮। এরূপ সাদৃশ্য যে কারণে-
i. মানসিক দৃঢ়তায়
ii. অন্যায় ও অত্যাচারের প্রতিবাদে
iii. স্বাস্থ্যবান হবার আশায়

নিচের কোনটি সঠিক?
(ঘ) i ও ii

১৩৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক নিবাস কোথায় ছিল?
(গ) গোপালগঞ্জ

১৪০। 'সে মরাতেও শান্তি আছে।'- বাক্যটিতে বুঝানো হয়েছে—
(ক) অন্যায়ের প্রতিবাদে মৃত্যু

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১৪১ ও ১৪২ নং প্রশ্নের উত্তর দিন ঃ
ইলার স্বামী রাজনীতি করেন। রাজনীতির কারণে তিনি সংসারে যথেষ্ট সময় দিতে পারেন না। তবুও ইলা মন খারাপ করে না। কারণ সে জানে তার স্বামী দেশের কল্যাণে কাজ করেন।
১৪১। উদ্দীপকের ইলার সঙ্গে 'বায়ান্নর দিনগুলো' রচনায় কে সাদৃশ্যপূর্ণ?
i. হা
ii. রেণু
iii. মহিউদ্দিন

নিচের কোনটি সঠিক?
(খ) ii

১৪২। উদ্দীপক ও 'বায়ান্নর দিনগুলো' রচনায় ফুটে উঠেছে-
ii. আত্মত্যাগ
i. স্বামীর প্রতি আস্থা
iii. স্বার্থরক্ষা

(ঘ) i ও ii

১৪৩। বায়ান্নর দিনগুলো' শীর্ষক রচনায় 'ভরসা হলো, আর দমাতে পারবে না।'- এই আত্মবিশ্বাস কার?
(খ) বঙ্গবন্ধুর

১৪৪। দেশের মানুষের জন্য জীবন দিতে চাওয়ায় বঙ্গবন্ধুর চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
(খ) দেশপ্রেমের চেতনা

১৪৫। বায়ান্নর দিনগুলো' রচনায় কোন আন্দোলনে সারাদেশের লোক সাড়া দেওয়ার কথা উল্লেখ আছে?
(ক) ভাষা আন্দোলন

১৪৬। বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে চেতনা ফুটে উঠেছে তা হলো-
(i) আত্মত্যাগ (ii) দেশপ্রেম (iii) আপসহীনতা নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

১১. রেইনকোট

১৪৭। 'রেইনকোট' গল্পে বৃষ্টি কখন থেকে শুরু হয়েছে?
খ) ভোরে

১৪৮। 'মিসকিরিয়ান লোগ' বলতে বুঝানো হয়েছে—
(ক) মুক্তিযোদ্ধাদের

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১৪৯ ও ১৫০ নং প্রশ্নের উত্তর দিন :
ছোট শিশু মেনন। বয়স কতইবা, তিন অথবা চার। একা একা বাইরে বের হতে পারে না। সে ঘরের জানালার শিক ধরে বাইরের দিকে তাকিয়ে স্লোগান দেয়— ইয়াহিয়ার গোষ্ঠী কিলাই, রাজাকারের গোষ্ঠী কিলাই, পাকিস্তানির গোষ্ঠী কিলাই। শত্রুপক্ষের ভয়ে মা মেননকে জানালা থেকে সরিয়ে আনেন।

১৪৯। উদ্দীপকের মেনন 'রেইনকোট' গল্পে কার কথা মনে করিয়ে দেয়?
(ক) মিন্টু

১৫০। উদ্দীপক ও 'রেইনকোট' গল্পে ফুটে উঠেছে-
i. দেশদ্রোহিতা ii. দেশপ্রেম iii. বিশ্বাসঘাতকতা
নিচের কোনটি সঠিক?
(ক) ii

১৫১। অফিসের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল?
(খ) তিনটি

১৫২। পিওনকে দেখে সবাই তটস্থ থাকেন কেন?
(ঘ) মিলিটারির সঙ্গে সুসম্পর্কো

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১৫৩ ও ১৫৪ নং প্রশ্নের উত্তর দিন ঃ
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।
১৫৩। উদ্দীপকটি ‘রেইনকোট' গল্পের কার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) নুরুল হুদা

১৫৪। উদ্দীপকে 'রেইনকোট গল্পের কোন দিকটি উপস্থাপিত হয়েছে?
i. দেশপ্রেম ii. মানবিকতা iii. নৃশংসতা
নিচের কোনটি সঠিক?
(ক) i

১৫৫। 'রেইনকোট' গল্পে কোথায় বোমা ফেলা হয়েছিল? [বাউবি-১৯]
(গ) প্রিন্সিপালের বাড়ির গেট

১৫৬। মসজিদের মাইক্রোফোন অকেজো হয়েছে যে কারণে-
(ঘ) বিদ্যুৎ না থাকায়

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১৫৭ ও ১৫৮ নং প্রশ্নের উত্তর দিন :
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের মনে দেখা দিয়েছিল ভয় আর উৎকণ্ঠা। সে সময়ে অনেক তরুণই দেশের জন্য পালিয়ে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা ভয়কে জয় করেছে।
১৫৭। উদ্দীপকের তরুণদের সঙ্গে 'রেইনকোট' গল্পে কার সাদৃশ্য রয়েছে?
(ক) মিন্টু

১৫৮। উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের যে বিষয়টি প্রকাশিত হয়েছে—
i. নিষ্ঠুরতা ii. সাহসিকতা iii. স্বজনপ্রীতি
নিচের কোনটি সঠিক?
(ঘ) i ও ii

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১৫৯ ও ১৬০ নং প্রশ্নের উত্তর দিন :
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।
১৫৯। উদ্দীপকের 'মোরা' 'রেইনকোট' গল্পটির যে চরিত্রকে উপস্থাপন করে—
[বাউবি-১৮] (i) নুরুল হুদা (ii) মিন্টু (iii) আবদুস সাত্তার মৃধা
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

১৬০। উদ্দীপকে 'রেইনকোট' গল্পের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে?
(খ) নির্মল দেশপ্রেম
১৬১। “বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ।'
উদ্দীপকে 'রেইনকোট গল্পের কোন বিষয়টির মিল রয়েছে?
(খ) বাঙালির সাহসিকতা

১২. মহাজাগতিক কিউরেটর
১৬২। পিঁপড়া কোন যুগ থেকে বেঁচে আছে?
(ক) ডাইনোসর

১৬৩। মহাজাগতিক কিউরেটররা কেন পৃথিবীতে এসেছিলেন?
(গ) সর্বশ্রেষ্ঠ প্রাণীর খোঁজে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১৬৪ ও ১৬৫ নং প্রশ্নের উত্তর দিন ঃ
ভীমরুলের গায়ে হুল আছে। সুযোগ পেলে সে মনোয়ারকেও কামড়াতে ছাড়ে না। কিন্তু তার সামাজিক দায়িত্ববোধ সত্যিই বিস্ময়কর। কোনো ভীমরুলকে সংক্রামক ব্যাধি আক্রমণ করলে সে চাক ছেড়ে চলে যায়, যাতে অন্যরা ওই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত না হয় ।
১৬৪। উদ্দীপকের সঙ্গে 'মহাজাগতিক কিউরেটর' গল্পের কোন প্রাণীর সাদৃশ্য রয়েছে?
(গ) পিঁপড়া

১৬৫। এরূপ সাদৃশ্য যে বিষয়ে পরিলক্ষিত হয়-
i. সমাজমনস্কতা ii. দায়িত্বশীলতা iii. আত্মত্যাগ
নিচের কোনটি সঠিক?
(ঘ) i ও ii

১৬৬। কারা দল বেঁধে ঘুরে বেড়ায়?
(ক) কুকুর

১৬৭। মহাজাগতিক কিউরেটররা মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বলে নি কেন?
(গ) মানুষের আৰধ্বংসী প্রবণতা

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১৬৮ ও ১৬৯ নং প্রশ্নের উত্তর দিন :
অচিন গ্রহ থেকে পৃথিবীতে বেড়াতে এসেছে কিটি। সে পৃথিবীতে এসে দেখে মানুষ মারণাস্ত্র তৈরি করে চলেছে। সামান্য কারণে বোমা ফেলে লোকালয় ধ্বংস করছে। কিটির মনে হলো মানুষ সভ্য হলেও এক ধরনের আত্মঘাতী প্রাণী ।

১৬৮। অনুচ্ছেদে 'মহাজাগতিক কিউরেটর' গল্পের কোন বাক্যটির ভাবার্থ প্রতিফলিত হয়েছে?
(খ) গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করেছে দেখে

৬৯। উদ্দীপক এবং 'মহাজাগতিক কিউরেটর' গল্পে মানুষের কোন বিষয়টিকে তুলে ধরা হয়েছে?
i. সুবিবেচনা
ii. আত্মত্যাগ
iii. আত্মধ্বংস
নিচের কোনটি সঠিক?
(গ) iii

১৭০। 'কিউরেটর' শব্দের অর্থ কী?
(ঘ) জাদুঘরের রক্ষক

১৭১। 'মহাজাগতিক কিউরেটর' গল্পে মানুষ কীভাবে তার শ্রেষ্ঠত্ব ফিরে পেতে পারে?
(ঘ) সমাজবদ্ধ হওয়ার মাধ্যমে

১৭২। “আমি নিশ্চিত, মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে।”- উক্তিটি কাদের উদ্দেশ্যে?
(খ) পিঁপড়ার

১। ‘সঁপি' শব্দের অর্থ কী?
(খ) সমর্পণ করে

২। কবি 'কমল-কানন' বলতে বুঝিয়েছেন-
(গ) পদ্মবন

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দিন :
মাগো তোমার কোলে, তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা, আ-মরি বাংলা ভাষা ৷

৩। উদ্দীপকটির ভাব যে চরণে প্রতিফলিত হয়েছে-
(ক) পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
৪। উদ্দীপক ও 'বঙ্গভাষা' কবিতার প্রকাশিত হয়েছে-
i. ভাষাপ্রীতি

৫। 'সনেট' হচ্ছে কবিতার একটি-
(ক) বিশেষ রূপকল্প

৬। 'বঙ্গভাষা' কবিতায় প্রকাশিত হয়েছে 'মাতৃভাষার’-
i. সৌন্দর্য
ii. মাধুর্য
iii. মহিমা

নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দিন ঃ আমার প্রাণের চেয়ে প্রিয় সে- যে মায়ের মুখের ভাষা।

৭। উদ্দীপকের সঙ্গে 'বঙ্গভাষা' কবিতার মিল রয়েছে—
(খ) ভাবে

৮। উদ্দীপক ও 'বঙ্গভাষা' কবিতার তাৎপর্য হচ্ছে—
(ক) মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ

৯। বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা কে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত

১০। 'মুখজবানি' শব্দের অর্থ কী?
(ক) মুখের ভাষা

০২. সোনার তরী
১১। 'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
(খ) মাত্রাবৃত্ত

১২। 'তরুছায়ামসী-মাখা' কেন বলা হয়েছে?
(গ) বৃক্ষ ছায়ার কালচে রং মাখাকে বুঝানোর জন্যে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দিন ঃ মাদার তেরেসা আজীবন মানবতার জয়গান গেয়েছেন। মানবসেবার জন্য গড়ে তুলেছেন অসংখ্য প্রতিষ্ঠান। তিনি তাঁর কর্ম ও সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে রয়েছেন।
১৩। উদ্দীপকের মূলভাব কোন পংক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(গ) আমারি সোনার ধানে গিয়েছে ভরি

১৪। উদ্দীপক ও 'সোনার তরী' কবিতায় যে ভাব প্রকাশিত হয়েছে—
i. মানুষের জীবনবোধ যন্ত্রণাময়
ii. ব্যক্তিসত্তা নয় টিকে থাকে মানুষের কীর্তি,
iii. কাল প্রবাহকে মানুষ এড়াতে পারে
নিচের কোনটি সঠিক?
(খ) ii

১৫। ‘থরে বিথরে' শব্দগুচ্ছ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(গ) স্তরে স্তরে

১৬। ‘সোনার তরী' কবিতায় কৃষক মাঝিকে কী অনুরোধ করছিল?
(গ) সোনার ধান নৌকায় তুলে দিতে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দিনঃ

মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে
আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে?

১৭। উদ্দীপকের সঙ্গে কোন চরণের মিল রয়েছে?
(ক) গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা

১৮। উদ্দীপক ও 'সোনার তরী' কবিতায় প্রকাশিত হয়েছে-
i. বর্ষার প্রকৃতি

১৯। 'চারিদিকে বাঁকা জল করিছে খেলা'- এখানে 'বাঁকা জল' কীসের প্রতীক?
(গ) কলস্রোত

২০। 'সোনার তরী' কবিতা হলো-
(i) কল্পনাশ্রয়ী
(ii) রূপক
(iii) প্রতীকী
নিচের কোনটি সঠিক?
(ঘ) ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ন এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দিন ঃ কাজী নজরুল ইসলাম জীবনে নানা প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে যশস্বী হয়েছেন। প্রায় তিন যুগেরও বেশি সময় পূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তাঁর সাহিত্যকর্ম তাঁকে অমরত্ব দান করেছে।
২১। উদ্দীপকের কাজী নজরুল ইসলামের কীর্তি 'সোনার তরী' কবিতায় কীসের প্রতীক?
(গ) ধানের

২২। উদ্দীপকের যে দিকটি 'সোনার তরী' কবিতার দার্শনিক ভাবকে প্রকাশ করে-
(i) কর্মফল অর্থাৎ সৃষ্টিকর্ম মানুষকে বাঁচিয়ে রাখে

২৩। 'কনফুসিয়াস' কে?
(ক) চীনা দার্শনিকাপ

২৪। 'খোদার মিতা' বলতে বুঝানো হয়েছে-
(গ) আল্লাহর বন্ধু

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ২৫ নং প্রশ্নের উত্তর দিন :
যখন তুমি ভবে এলে
তখন তুমি কি জাত ছিলে
কি জাত হবে যাবার কালে
সেই কথা কেন বল না ।
২৫। উদ্দীপকের সঙ্গে আপনার পঠিত কোন কবিতার সাদৃশ্য রয়েছে--
(খ) সাম্যবাদী

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ২৬ নং প্রশ্নের উত্তর দিন ঃ শুনহে মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ।
২৬। উদ্দীপক ও 'সাম্যবাদী' কবিতায় কবি সবার উপরে স্থান দিয়েছেন-
(গ) মানুষকে

২৭। মথুরা কাদের পবিত্র ধর্মীয় স্থান?
(ক) হিন্দু

২৮। কাশী-মথুরা-বৃন্দাবন-গয়া বলতে বুঝানো হয়েছে?
(গ) ধর্মীয় স্থান

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দিন ঃ মুহম্মদ কবির নিজের এলাকায় একজন বিদগ্ধ পণ্ডিত হিসাবে পরিচিত। তিনি এলাকায় হিন্দু-মুসলিমকে সমান চোখে দেখেন। তার কাছে সকল ধর্মের মানুষ ন্যায়বিচার পেয়ে থাকে ।

২৯। 'সাম্যবাদী' কবিতার কোন ভাবটি উদ্দীপকে ফুটে উঠেছে?
i. অসাম্প্রদায়িক চেতনা ii. সাম্প্রদায়িক চেতনা iii. সংকীর্ণ দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
(ক) i

৩০। মুহম্মদ কবির ও 'সাম্যবাদী' কবিতায় কাজী নজরুল ইসলামের উপজীব্য-
নিচের কোনটি সঠিক?
i. মনুষ্যত্ববোধ ii. ধর্মীয় মাহাত্ম্য iii. বংশপরিচয়
(ক) i

৩১। 'সাম্যবাদী' কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন কেনো?
(ঘ) মানুষে মানুষে ভেদ দূর করতে

৩২। কাজী নজরুল ইসলামের মতে, কোথায় সকল কেতাব ও সকল কালের জ্ঞান নিহিত রয়েছে?
(গ) মানবহৃদয়ে

৩৩। চণ্ডীদাস বলেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।'- এখানে কোন কবিতার ভাবসত্যকে তুলে ধরা হয়েছে?
(গ) সাম্যবাদী

৪৪। 'কবর' কবিতায় বৃদ্ধ দাদু তার নাতিকে কয়টি কবরের বর্ণনা দিয়েছেন?
(গ) পাঁচটি

৪৫। জসীমউদ্দীনের কবিতায় গ্রামীণ জীবনের আবহ ফুটে উঠেছে-
i. শব্দের ব্যবহারে ii. উপমার সাহায্যে iii. চিত্রকল্পের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দিন ঃ
যেতে নাহি দিব হায়
তবু যেতে দিতে হয়
তবু চলে যায় ।
৪৬। উদ্দীপকের ভাব প্রকাশিত হয়েছে নিচের কোন চরণে?
ঘ) যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি।

৪৭। উদ্দীপকে 'কবর' কবিতার যে বিষয়টি ফুটে উঠেছে-
i. কাছের মানুষদের হারানোর ব্যথা
ii. দূরের মানুষদের আঁকড়ে ধরার প্রবণতা
iii. স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার আকুলতা

নিচের কোনটি সঠিক?
(ক) i

৪৮। ‘মজিদ' শব্দের অর্থ কী?
(ক) মসজিদ

৪৯। “কবর' কবিতায় ফুটে উঠেছে-
(খ) বৃদ্ধ দাদুর শোক ও বেদনা

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দিনঃ
ঘরে কান্দে পালা বিলাই গোয়ালে কান্দে গাই ।
সকলিত আছে আমার পরাণে দোসর নাই।
৫০। উদ্দীপকের ভাষারীতির সঙ্গে মিল রয়েছে যে রচনার-
(গ) কবর

৫১। উদ্দীপক ও 'কবর' কবিতায় ব্যবহৃত ভাষারীতির বৈশিষ্ট্য—
(ক) গ্রামীণ জীবনের ভাষা

৫৩। পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে?
(খ) মাঘের সন্ন্যাসী

৫৪। দখিনা সমীর ফুলের গন্ধে আকুল হয়েছে কেন?
(গ) বসন্তের আগমনে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৫৫ ও ৫৬ নং প্রশ্নের উত্তর দিন ঃ
ভুলিতে পারি না তারে ভোলা যায় না,
বারে বারে মনে পড়ে কেন জানি না ।

৫৫। উদ্দীপকের চরণদ্বয়ের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে?
(খ) তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে

৫৬। উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকাশিত হয়েছে-
i. স্মৃতিকাতরতা ii. প্রিয়জন বিচ্ছেদ
iii. জীবন প্রবাহ
(ক) i

৫৭। ‘পাথার' শব্দের অর্থ কী?
(খ) সমুদ্র

৫৮। ‘পুষ্পারতি' বলতে বুঝানো হয়েছে-
(গ) পুষ্পের বন্দনা

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দিন ঃ হিম কুহেলির অন্তর তলে আজিকে পুলক জাগে রাঙিয়া উঠেছে পলাশ কণিকা মধুর রঙিন রাগে ।
৫৯। উদ্দীপকটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
(ক) বসন্তের আগমন

৬০। উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় যে সুর ধ্বনিত হয়েছে—
i. প্রকৃতি ও মানবমনের সৌন্দর্য
ii. প্রকৃতির পরিবর্তনশীলতা iii. জীবনের প্রবহমানতা নিচের কোনটি সঠিক?
(ঘ) i ও ii

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৬১ ও ৬২ নং প্রশ্নের উত্তর দিন ঃ

পুকুর ধারে, লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই;
মাগো, আমার কোলের কাছে কাজলা-দিদি কই?
৬১। ‘তাহারেই পড়ে মনে' কবিতায় ও উদ্দীপকে কোন ঋতুর আবহ পরিলক্ষিত হয়?
(খ) বসন্ত

৬২। উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ফুটে ওঠা দিকটি হলো-
(i) প্রকৃতি ও স্মৃতিকাতরতা
(ii) প্রকৃতি ও বেদনাবোধ
(iii) প্রকৃতি ও উদ্দীপনা
নিচের কোনটি সঠিক?
(গ) i ও ii

৬৩। ‘তাহারেই পড়ে মনে' গঠনরীতির দিক থেকে কোন ধরনের রচনা?
(গ) সংলাপনির্ভর

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৬৪ ও ৬৫নং প্রশ্নের উত্তর দিন :
“আমি এখন রিক্ত শূন্য । মন পড়ে রয়েছে তার জন্য।”
৬৪। উদ্দীপকের 'তার' শব্দটি তাহারেই পড়ে মনে' কবিতার কোন বিষয়কে স্মরণ করায়?
(গ) বসন্ত

৬৫। উদ্দীপকের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন ভাবের মিল পাওয়া যায়?
(i) রিক্ততার হাহাকার
(ii) দুঃসহ বিষণ্ণতা
(iii) উদাসীনতা

নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

৬৬। 'সমীর' শব্দের অর্থ কী?
(ক) বাতাস


০৮. আঠারো বছর বয়স
৭৬। 'আঠারো বছর বয়স' কবিতাটি কোন ছন্দে রচিত?
(খ) মাত্রাবৃত্ত

৭৭। আঠারো বছর বয়স কীসের প্রতীক?
(খ) যৌবনের

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দিন : স্বাধীনতার প্রত্যাশীয় দেশে চলছে মুক্তিযুদ্ধ। আর এ সময় দেশ আশা করে সমস্ত তরুণের আঠারো বছর তার বুকে নেমে আসুক ।
৭৮। উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের সাদৃশ্য রয়েছে?
(ক) এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়।

৭৯। উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতায় ফুটে উঠেছে-
(ক) তারুণের উদ্দীপনা ।

৮০। আঠারো বছর বয়স-
i. দুঃসহ
ii. নিৰ্ভয়
iii. দুর্বার
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

এ বয়সে কানে আসে কত মন্ত্রণা' বলতে তারুণ্যের যে বিষয়টিকে বুঝানো হয়েছে-
(ক) ইতি-নেতি নানা ভাবনাকে

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দিন ঃ কাজী নজরুল ইসলমের 'বিদ্রোহী' দুটি চরণ এ রকম- ‘আমি দুর্বার
আমি ভেঙে করি সব চুরমার।'
৮২। উদ্দীপকের কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে আপনার
পঠিত কোন কবির সাদৃশ্য রয়েছে?
(গ) সুকান্ত ভট্টাচার্য

৮৩। উদ্দীপকের কবি কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের রচনার বৈশিষ্ট্য হচ্ছে-
(গ) সাহসী অভিযাত্রা

৮৪। 'আমি মানি নাকো কোনো আইন:- এরূপ তারুণ্যের জয়গান পাই কোন কবিতায়?
(খ) আঠারো বছর বয়স

৮৫। আঠারো বছর বয়সে কানে কী আসে?
(গ) মন্ত্রণা

৮৬। আঠারো বছর বয়সিদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি
(ঘ) অসহ্য

৮৭। 'এ বয়স জানে 'রক্তদানের পুণ্য- চরিত্রটির তাৎপর্য হলো-
(i) অশুভ কাজে রক্তমূল্য দেয়া (ii) কল্যাণের জন্য জীবন দেয়া (iii) অকারণে রক্তপাত ঘটানো
নিচের কোনটি সঠিক? (ক) i

৮৮। নাগরিক কবি কে?
(গ) শামসুর রাহমান

৮৯। একুশের কৃষ্ণচূড়া বাঙালির কীসের প্রতীক?
(ক) চেতনার

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দিন ঃ

বীরের মতো রুখে দাঁড়ায় বিজলী হয়ে ছোটে
মারের চোটে বর্গীরা সব ধুলো কাদায় লোটে।

৯০। উদ্দীপকের বর্গীরা 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) শোষক

৯১। উদ্দীপক ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় যে ভাবটি ফুটে উঠেছে-
i. সংগ্ৰাম
ii. বঞ্চনা
iii. মহামারি

নিচের কোনটি সঠিক?
(ক) i

৯২। ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
(গ) নিজ বাসভূমে
৯৩। ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় 'মানবিক বাগান' বলতে বুঝানো হয়েছে-
(ঘ) কল্যাণের জগৎ

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দিন ঃ
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
৯৪। উদ্দীপকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে?
(খ) ভাষা আন্দোলন

৯৫। উদ্দীপক ও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় প্রকাশিত হয়েছে-
i. শহিদদের প্রতি শ্রদ্ধা
ii. কৃষ্ণচূড়া বন্দনা
iii. সংগ্রামী চেতনা
নিচের কোনটি সঠিক?
(ক) i

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দিন ঃ
মিছিলের ভীড়ে যুবকটিকে
মনে হলো কত দিনের চেনা
তেজোদীপ্ত লোমশ হাতে বাতাস মুখরিত প্রাণ
মুষ্টিবদ্ধ লোমশ হাতে তুলেছে নিশান ।

৯৬। উদ্দীপকের যুবকটির সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কার মিল রয়েছে?
(গ) সালাম

৯৭। উদ্দীপকের যুবকটির 'মুষ্টিবদ্ধ লোমশ হাত' কবিতায় কীসের প্রতীকরূপে প্রকাশিত?
(i) সংগ্রামের
(ii) অন্যায়ের
(iii) প্রতিবাদের
নিচের কোনটি সঠিক?
(খ) i ও iii

৯৮। ‘চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ।'- পঙ্ক্তিটি দ্বারা বুঝানো হয়েছে-
i. শাসকদের নির্মম অত্যাচার ii. স্বৈরতান্ত্রিক মনোভাব
iii. অমানবিক নিষ্ঠুরতা
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

৯৯। সালামের হাত থেকে অবিনাশী বর্ণমালা কীসের মতো ঝরে পড়ে?
(গ) নক্ষত্রের মতো

১০০। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কে 'কিংবদন্তির কথা বলেছেন?
(গ) আবু জাফর ওবায়দুল্লাহ

১০১। ‘শ্বাপদ' বলতে বুঝায়- (ক) ইস্পাতের তরবারি
(গ) হিংস মাংসাশী প্রাণী
নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১০২ ও ১০৩ নং প্রশ্নের উত্তর দিন :

আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে
আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে ।

১০২। উদ্দীপকে কবিতার যে বিষয়টি ফুটে উঠেছে-
(গ) ইতিহাসচেতনা

১০৩। উদ্দীপক এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় প্রকাশিত হয়েছে—
i. ধর্মীয় সত্তা ii. জাতীয় সত্তা iii. সাংস্কৃতিক সত্তা

নিচের কোনটি সঠিক?
(ঘ) ii ও iii

১০৪। যে কবিতা শোনে না সে সন্তানের জন্য কী করতে পারে না?
(খ) মরতে

১০৫। কবি কেন তাঁর পূর্বপুরুষের কথা বলেছেন?
(ঘ) গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দিন ঃ
জাহানারা ইমামের বড় ছেলে রুমি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। অভূতপূর্ব দেশপ্রেম তাকে মায়ের কোল ত্যাগ করতে অনুপ্রাণিত করেছিল।
১০৬। উদ্দীপকের চরিত্রটির সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কার সঙ্গে মিল রয়েছে?
(খ) কবি

১০৭। উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় প্রকাশিত হয়েছে-
i. শঙ্কা
ii. করুণা
iii. ভালোবাসা
(গ) iii

১০৮। কবির পূর্বপুরুষের করতলে কীসের সৌরভ ছিল?
(ঘ) রক্তজবার

১০৯। কবি কেন 'বিচলিত স্নেহে'র কথা বলেছেন?
(ক) শঙ্কায়

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১১০ ও ১১১ নং প্রশ্নের উত্তর দিন :
‘স্মৃতিস্তম্ভ' কবিতায় বর্ণিত হয়েছে মাটির কাছাকাছি মানুষের ইতিহাস। এই ইতিহাস বাংলার ভূমিকেন্দ্রিক অনার্য ক্রীতদাসদের লড়াই করে টিকে থাকার ইতিহাস । ১১০। উদ্দীপকের সঙ্গে আপনার পঠিত কোন কবিতার সাদৃশ্য রয়েছে? (খ) সাম্যবাদী
(গ) আমি কিংবদন্তির কথা বলছি

১১১। এরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয় যে বিষয়ে-
i. বাঙালির ইতিহাসে ii. লড়াইয়ে iii. বিজয়ে
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii
(ক) বীর সৈনিকের
১১২। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় দীর্ঘ দেহ কার?
(গ) পুত্রগণের

(ক) সশস্ত্রের

১১৩। কার অনিবার্য অভ্যুত্থান কবিতা?
(গ) সশস্ত্র সুন্দরের

১১৪। ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?
ঘ) ঝড়ের আর্তনাদ

১১৫। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ‘রক্তজবার মতো ক্ষত' উপমাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে-
(i) নিপীড়ন (ii) জুলুম (iii) নির্যাতন
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

১। উপন্যাস হচ্ছে-
গ) সৃষ্টিশীল রচনা

২। উপন্যাসের কাহিনি হতে হয়--
i. কার্যকারণ সূত্র আবদ্ধ
ii. সংক্ষিপ্ত ও ইঙ্গিতপূর্ণ
iii. অনেকগুলো শাখাপ্রশাখাবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(খ) i ও iii

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দিন ঃ উপন্যাস আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরীতি। এটা বিভিন্ন প্রকারের হতে পারে। উপন্যাস কখনও কাহিনি- নির্ভর, কখনও চরিত্র-নির্ভর, কখনও-বা সমাজ সমস্যা- নির্ভর। সমাজ-নির্ভর উপন্যাসে সামাজিক বিষয়, রীতিনীতি, ব্যক্তি মানুষের দ্বন্দ্ব, আশা-আকাঙ্ক্ষার প্রাধান্য থাকে ।
৩। উদ্দীপকের বিষয়বস্তু যে রচনার বৈশিষ্ট্য—
(খ) লালসালু

৪। উদ্দীপকের আলোকে 'লালসালু'-কে যে ধরনের উপন্যাস বলা যায়-
(ক) সামাজিক উপন্যাস

৫। 'লালসালু' উপন্যাসের প্রথম প্রকাশকাল হচ্ছে-
(ক) ১৯৪৮

৬। কাদের আর তাহের কীভাবে লোকটিকে চেয়ে দেখে?
(খ) নিষ্পলক দৃষ্টিতে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দিন ঃ আকালের এলাকার মানুষ সুমন। ভাগ্য পরিবর্তনের জন্য সে গিয়েছে দূরের গ্রাম ঊনশিয়ায়। সেখানে সে একটি জঙ্গলাকীর্ণ জায়গাকে তীর্থস্থান বলে শনাক্ত করে। গোটা কয়েক চেলা জোগাড় করে সেখানে সুমন শুরু করে তার কথিত তীর্থসেবা।
৭। উদ্দীপকের চরিত্রটির সঙ্গে 'লালসালু' উপন্যাসে কার সাদৃশ্য রয়েছে?
(গ) মজিদ

৮।এরূপ সাদৃশ্য রয়েছে-
i. পির সাজার চেষ্টায়
ii. ভাগ্য পরিবর্তনে
iii. ধর্মব্যবসা
নিচের কোনটি সঠিক?
(খ) ii ও iii

৯। মজিদের পূর্বের আবাস কোথায় ছিল?
(ক) গারো পাহাড়

১০। গভীর রাতে মাজারের সামনে রহিমার বুক কেঁপে উঠে কেন?
(গ) মহাশক্তির ভয়ে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দিন ঃ ভক্তিবাদের জোয়ার এদেশে প্রবল। তাই এখানে পির, দরবেশ, ফকির, সন্ন্যাসীর প্রভাব পরিলক্ষিত হয়। আর এসব ফকির, সন্ন্যাসীদের প্রতি সাধারণ মানুষের অগাধ ভক্তি ও বিশ্বাস বিশেষভাবে দৃষ্টি কাড়ে।

১১। উদ্দীপকের কোন দিকটির সঙ্গে 'লালসালু' উপন্যাসের মিল রয়েছে?
(ক) পির, দরবেশের প্রতি বিশ্বাস

১২। এরূপ সাদৃশ্যের পেছনে যে কারণ, তা হচ্ছে—
i. পির-দরবেশের প্রভাব ii. পির-দরবেশের প্রতি অগাধ আস্থা iii. অশিক্ষা ও কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii


১৩। হাসুনির মা কী আর্জি নিয়ে মজিদের কাছে আসে?
(ক) নিজের মওতের

১৪। “শরীলে রং ধরছে ক্যান, নিকা করবি নাকি?”- বাক্যটি দ্বারা বুঝানো হয়েছে-
i. উপহাস
ii. বিদ্রূপ
iii. পরিহাস

নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii, ও iii

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দিন ঃ স্বামী মারা যাওয়ার পর থেকে প্রিয়াংকা বাবার বাড়িতে থাকে। কিন্তু বৃদ্ধ বাবা-মায়ের প্রতিদিনকার ঝগড়ায় সে অতিষ্ঠ হয়ে উঠেছে। আর না পেরে সে অভিযোগ জানাতে যায় স্থানীয় পৌর কমিশনারের কাছে।
১৫। উদ্দীপকের প্রিয়াংকার সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
(খ) হাঁসুনির মা

১৬। এরূপ সাদৃশ্যের কারণ—
i. বিধবা মেয়ের বাপের বাড়ি থাকতে নেই
ii. মা-বাবার ঝগড়া পছন্দ নয়
iii. বৃদ্ধ মা-বাবার ঝগড়ার বিচার চায়

নিচের কোনটি সঠিক?
(গ) ii ও iii

১৭। পির সাহেবের প্রধান মুরিদের নাম কী?
(খ) মতলুব খাঁ

১৮। মজিদের রাতে ঘুম হয় না কেন?
(ক) জাঁদরেল পিরের আগমনে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দিন :
গতমাসে শুয়াগ্রামে একজন নতুন পির এসেছেন। পির সাহেব বড়ই কামেল এবং একজন পরহেজগার মানুষ। ফলে দলে দলে গ্রামের লোক তাঁর নিকট আসতে থাকে । এতে স্থানীয় মোল্লা-মৌলভিরা আতঙ্কিত হয়ে পড়েন।
১৯। উদ্দীপকের পির সাহেবের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রটি সামঞ্জস্যপূর্ণ?
(ক) আওয়ালপুরের পির

২০। এরূপ সাদৃশ্যের কারণ ছিল-
i. সবলের ক্ষমতা চিরস্থায়ী হয়
ii. প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা
iii. প্রতিপক্ষের আবির্ভাব
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

২১। ধলা মিয়া কোন ধরনের মানুষ?
(খ) বোকা

২২। আমেনা বিবির ‘পড়া পানি আনাটাকে মজিদ কী মনে করেছে?
(ক) ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দিনঃ
গফুর শ্যামপুরে একটি মাজারের সেবায়েত। ঘরে তার সুন্দরী স্ত্রী রয়েছে। তবুও মাজারে আগত সুন্দরী রমণী দেখলে তার জিতে আদিম কামনা সাপের মতো লকলক করে ।
২৩। উদ্দীপকের গফুরের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে?
(ক) মজিদ

২৪। উভয়ের সাদৃশ্যের পশ্চাতে যে কারণ নিহিত রয়েছে
i. দুজনেই বিবাহিত
ii. নারী আসক্তি প্রবল
iii. ভালো মানুষ
নিচের কোনটি সঠিক?
(ঘ) i ও ii

২৫। রহিমার পেটে কয়টি প্যাচ?
(ঘ) ১৭টি

২৬। আমেনা বিবিকে তালাক দেয়া হয় যে কারণে—
(খ) মজিদের অহমিকার ঘা পড়ায়

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দিন ঃ এক আজব নগর অচিনপুর। এখানে এখনো মধ্যযুগের আবহ বিরাজ করে। বাচ্চারা স্কুলে যায় না, যায় মন্দির বা টোলে। সমাজ চলে পুরোহিতের কথা অনুযায়ী। তার সিদ্ধান্তই সেখানে আইন। জলপড়া, দেবতার চরণামৃত ইত্যাদি সেখানকার চিকিৎসা ব্যবস্থা।
২৭। উদ্দীপকের অচিনপুরের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন গ্রামের মিল রয়েছে?
(ঘ) মহব্বতনগর

২৮। এরূপ সাদৃশ্য রয়েছে—
i. শিক্ষায় ii. চিকিৎসায় iii. ধর্মচিন্তায়
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

২৯। 'চুপ কর ছ্যামড়া, বেত্তমিজের মতো কথা কইস না।'- উক্তিটি কার?
(গ) মোদাব্বের মিঞার

৩০। আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে চায় কেন?
(ঘ) এলাকাবাসীকে শিক্ষিত করতে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দিন :
শ্রী সদানন্দ চক্রবর্তীকে গ্রামের অর্ধেক লোক ‘সাদা দাদা’, অর্ধেক লোক ‘সাদা পাগলা' বলিয়া ডাকিত। তাহার পিতা গোঁড়া হিন্দু ছিলেন। ইংরেজি ম্লেচ্ছ ভাষা, ইংরেজি শিখিলে ধর্ম নষ্ট হইতে পারে, এই আশঙ্কায় তিনি পুত্রকে লিখিতে পড়িতে শিখান নাই ।
৩১। উদ্দীপকের সদানন্দের পিতা 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? (ক) মোদাব্বের মিঞা

৩২। এরূপ সাদৃশ্যের কারণ—
i. কুসংস্কারাচ্ছন্নতা
ii. ধর্মীয় গোঁড়ামি
iii. কূপমণ্ডুকতা

নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

৩৩। মজিদের মতে, কাদের হাসি কেউ কখনো শুনে না?
(ক) মুসলমানদের মেয়ে

৩৪। ‘আমার বুদ্ধিতে জানি কুলায় না'- উক্তিটিতে মজিদ চরিত্রের কোন দিক প্রকাশিত হয়েছে?
(ক) অসহায়ত্ব

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দিন ঃ মকবুলের তিন বউয়ের মধ্যে সবার ছোট টুনি। সংসার কাকে বলে তা সে জানে না । সমবয়সি কারও সঙ্গে দেখা হলে সবকিছু ভুলে গল্প জুড়ে দেয় আর হাসে। হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি দেয় টুনি।
৩৫। উদ্দীপকের টুনির সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ?
(খ) জমিলা

৩৬। উভয়ের সাদৃশ্যের যে কারণ-
i. বয়স
ii. মানসিকতা
iii. বাল্যবিবাহ
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

৩৭। মজিদ জমিলাকে কোথায় বেঁধে রেখেছিল?
(ক) মাজারে

৩৮। মজিদ কীভাবে সমাজে তার প্রভাবকে প্রতিষ্ঠিত করে? (ক) মানুষের অন্ধবিশ্বাসে

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দিন ঃ অমৃতা বেড়ে উঠেছে প্রকৃতির স্বাভাবিক নিয়মে। সমাজের কঠোর নিয়ম-নীতি তাকে স্পর্শ করে নি। কিন্তু বিয়ের পর তাকে এর মূল্য দিতে হয়েছে। অমৃতার হাসি, কান্না আর গানে বাধা আসে । এক সময় সে প্রতিবাদী হয়ে উঠে।

৩৯। উদ্দীপকের অমৃতার সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রটি সামঞ্জস্যপূর্ণ?
(খ) জমিলা

৪০। উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের প্রতিবাদী চেতনা যে
বিষয়ে-
i. কুসংস্কার
ii. ধর্মীয় গোঁড়ামি
iii. অন্ধবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

৪১। বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি?
(খ) আলালের ঘরের দুলাল

৪২। 'সালু' শব্দের অর্থ কী?
(খ) লাল রঙের কাপড়

৪৩। মোনাজাত শেষে মজিদ কোনদিকে পা ফেলেছিল?
(ক) উত্তর

৪৪। 'খোদাই রিজিক দেনেওয়ালা'- উক্তিটি কার?
(গ) মজিদের

৪৫। জমিলাকে পেয়ে রহিমার মনে কোন ভাব জাগে?
(খ) শাশুড়ি

৪৬। মজিদ মহব্বতনগর গ্রামের লোকদের কী বলে গালি দেয়?
(গ) জাহেল

৪৭। 'লালসালু' উপন্যাসে কোন পির সূর্যের গতি থামিয়ে রাখতে পারে?
(গ) আওয়ালপুরের পির

৪৮। মজিদের মুখে থুথু ফেলেছিল কে?
(গ) জমিলা

৪৯। 'লালসালু' উপন্যাসের শেষ বাক্য কোনটি?
(খ) বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ

৫০। 'লালসালু' কী ধরনের উপন্যাস?
(খ) সামাজিক সমস্যামূলক

৫১। ‘তাই তারা ছোটে, ছোটে’– কেন?
(গ) জীবিকার সন্ধানে

৫২। 'শস্যহীন জনবহুল' কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে
i. আকাল
ii. দুর্ভিক্ষ
iii. প্লাবন

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii

৫৩। মজিদ মহব্বতনগরে কীসের জাল বিস্তার করেছে?
(ক) ছলনা

৫৪। 'খেলোয়াড় চলে গেছে এখন খেলবে কার সাথে?'- বাক্যটিতে 'খেলোয়াড় কে?
(ঘ) তাহেরের বাপ

৫৫। মানুষের নির্বোধ বোকামি আর অকৃতজ্ঞতার জন্য মজিদের নিচের কোনটি সঠিক?
মনে জেগে উঠে-
i. লোভ
ii. ঘৃণা
iii. ক্রোধ
(ঘ) ii ও iii

৫৬। মজিদকে থুথু দেয়ার মধ্য দিয়ে জমিলা চরিত্রে ফুটে উঠে—
i. বালিকাসুলভ আচরণ
ii. প্রতিবাদী চেতনা
iii. প্রথা অনুসারী
নিচের কোনটি সঠিক?
(খ) ii

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দিন ঃ বউ মারায় একটা পৈশাচিক আনন্দ পায় আবুল। মেরে মেরে এর আগে দুটো বউকে প্রাণে শেষ করে দিয়েছে সে।
৫৭। 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে আবুলের মিল রয়েছে?
(ঘ) ঢেঙা বুড়ো

৫৮। এই মিল যে বিষয়ে প্রকাশিত হয়েছে-
i. ভালোবাসায় ii. হিংস্রতায় iii. নারী নির্যাতনে
নিচের কোনটি সঠিক?
(গ) iii

নিচের উদ্দীপটি পড়ুন এবং ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দিন ঃ বকুলপুরের পির পর্দা রক্ষা করে চলেন। এজন্য মুরিদের বাড়ি গিয়ে তাকে নারীদের জন্য পর্দার আড়ালে ওয়াজ করতে হয়। একবার তিনি এভাবে ওয়াজ করতে গিয়ে রজবের সুন্দরী বউ করিমনকে বিয়ে করেন।
৫৯। উদ্দীপকের পিরের সঙ্গে 'লালসালু' উপন্যাসে যার সাদৃশ্য রয়েছে?
(গ) মজিদ

৬০। এরূপ সাদৃশ্য যে বিষয়ে ফুটে উঠেছে—
i. ক্ষমতা ii. নারীলোলুপতা iii. গ্রাম্য রাজনীতি
নিচের কোনটি সঠিক?
(গ) iii

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৬১ ও ৬২ নং প্রশ্নের উত্তর দিন ঃ এনায়েত বারী শহর থেকে উচ্চশিক্ষা নিয়ে গ্রামে ফেরেন। ব্যথিত হন গ্রামের মানুষের অন্ধবিশ্বাস ও কুসংস্কার দেখে । তিনি গ্রামে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় স্থানীয় পিরের মুরিদচক্র।
৬১। উদ্দীপকের এনায়েত বারীর চেতনা 'লালসালু' উপন্যাসের কার মধ্যে প্রতিফলিত হয়েছে?
(ক) আক্কাস

৬২। উদ্দীপকের মুরিদ ও 'লালসালু' উপন্যাসের গ্রামবাসীর মধ্যে প্রকাশিত হয়েছে-
i. গোঁড়ামি ii. অজ্ঞতা iii. কুসংস্কারাচ্ছন্নতা
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

৬৩। খালেক ব্যাপারী মসজিদ নির্মাণে খরচের কত আনা বহুন করতে চায়?
(গ) বারো আনা

৬৪। 'লালসালু' উপন্যাসে হাসপাতাল কোথায়?
(গ) করিমগঞ্জে

৬৫। ‘মাজারের খাদেম আবদুর রহমান মধুপুর গ্রামের উত্তর ভাগে মাজার আবিষ্কার করেছে।'- উদ্দীপকের আবদুর রহমান 'লালসালু' উপন্যাসে কোন চরিত্রকে উপস্থাপন
করে?
(ক) মজিদ

৬৬। মহব্বতনগর গ্রাম হতে কয় গ্রাম পরে বড় নদী
(গ) চার

৬৭। সাত ছেলের বাপের নাম কী?
(গ) দুদু মিয়া

৬৮। শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষের কার ওপর প্রগাঢ় বিশ্বাস?
(ক) খোদাতালার ওপর।

৬৯। 'লালসালু' কী ধরনের উপন্যাস?
(ক) সামাজিক

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৭০ ও ৭১ নং প্রশ্নের উত্তর দিন : মরিয়ম অস্বাভাবিক আচরণ শুরু করলে ওসমান ওঝাকে ডেকে আনা হলো । ওঝা এসেই শুরু করলো শুকনো মরিচ পোড়া, ঝাঁটা মারা ইত্যাদি। কিছুক্ষণ পরে মরিয়ম উঠেই ওসমানের গালে কষে চড় দিল। ঘটনার আকস্মিকতায় ওসমান যেন পাথর হয়ে গেল।
৭০। উদ্দীপকে ওসমান ওঝার গালে ‘চড়' 'লালসালু' উপন্যাসের কোন ঘটনাটি মনে করিয়ে দেয়?
(খ) থুথু নিক্ষেপ

৭১। উক্ত ঘটনার কারণ কী?
(গ) ক্ষোভ

৭২। 'ও যে ঘোর পাপী - এখানে কার কথা বলা হয়েছে?
(খ) তাহেরের বাপ

৭৩। 'লালসালু' উপন্যাসের উপজীব্য কী?
(খ) ধর্মব্যবসা

৭৪। 'তানি বুঝি দুলার বাপ।'- জমিলা কার সম্পর্কে এ উক্তি করেছে?
(ঘ) মজিদ

৭৫। 'লালসালু' উপন্যাসে জমিলা চরিত্রের মধ্য দিয়ে লেখক কীসের উপস্থিতি ঘটিয়েছে?
(i) প্রাণসত্তার
(ii) মুক্তির সুবাতাস
(iii) সজীব প্রাণধর্ম
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

১। 'ড্রামা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(গ) গ্রিক

২। ট্র্যাজেডি দর্শকের চিত্তে-
i. করুণা সঞ্চার করে
ii. ভয় সৃষ্টি করে
iii. প্রশান্তি আনয়ন করে
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দিন ঃ ইতিহাসের প্রতি সাহিত্যিকের আনুগত্য আনুগত্য প্রদর্শন অপ্রয়োজনীয়। মূলকথা এই যে, ইতিহাসের মূল সত্যের প্রতি আস্থা রেখেই সাহিত্যিক ইতিহাস-অবলম্বী সাহিত্য রচনা করবেন; তবে ইতিহাসকে যান্ত্রিকভাবে অনুসরণের কোনো দায় লেখকের থাকবে না ।
৩। উদ্দীপকের বিষয়বস্তু যে রচনার উপজীব্য-
(খ) সিরাজউদ্দৌলা

৪। উদ্দীপক ও নাটকের প্লট বিবেচনায় 'সিরাজউদ্দৌলা' একটি—
(ক) ঐতিহাসিক নাটক

৫। কোন শাসকের মর্মন্ত্রদ কাহিনি আমাদের জাতীয় ঐতিহ্য?
(ক) নবাব সিরাজের

৬। শকওত জঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে-
i. শাসনকার্যে নিতান্ত অকর্মণ্য ii. শুধু ভাঙের গেলাস ধরে iii. কেবল নাচনেওয়ালী বোঝে
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দিন : পৈতৃক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে দুই ভাই শ্যামল ও কাজলের মধ্যে কলহ বাঁধে। পরবর্তী সময়ে এলাকার বিশিষ্ট মুরুব্বিগণ তাদের বিবাদ মিটমাট করে দেন। পবিত্র গ্রন্থ গীতা হাতে নিয়ে প্রতিজ্ঞার মাধ্যমে উভয়ের মধ্যে সমঝোতা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই উভয়ের প্রতিজ্ঞা ভূলুণ্ঠিত হয়। আবার তারা কলহে মেতে উঠে।

৭। উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্য রয়েছে—
i. নবাবের আদেশ না মানায়
ii. মিরজাফরের পবিত্র কালাম ছুঁয়ে শপথ করায়
iii. প্রতিজ্ঞা ভঙ্গ করায়
নিচের কোনটি সঠিক?
(ঘ) ii ও iii

৮। উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা নাটকে প্রকাশিত হয়েছে-
i. ক্ষমতা ভোগ
iii. কূপমণ্ডুক মানসিকতা
নিচের কোনটি সঠিক?
(ঘ) i ও ii

৯। সিরাজের দরবারে কোম্পানির প্রতিনিধি কে?
(ক) ওয়াটস্

১০। মোহনলাল মূর্তিমান বেরসিক কেন?
(ক) নাচ-গাচে আসক্তি নেই

নিচের উদ্দীপকটি পড়ন এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দিন ঃ মোহাম্মদ আলি কটক শহরের একজন নামকরা এডভোকেট। অর্থ তার নিকট মধুর চেয়ে মিষ্টি। কোর্টে মোকদ্দমা শুরু করার পূর্বেই তিনি তার ফিস পুরোটা আদায় করে নেন। আত্মীয়স্বজনরাও তার এই প্রক্রিয়া থেকে বাদ পড়েন না। টাকা তার নিকট ভগবানের দাদামশায়ের চেয়েও বড়।
১১। উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকে কার সাদৃশ্য রয়েছে?
(ক) উমিচাঁদ

১২। উদ্দীপকের সঙ্গে নাটকের এরূপ সাদৃশ্য যে বিষয়ে-
ii. মিরজাফরের কুটিলতায়
i. অমাত্যদের অর্থলিপ্সার
iii. সিরাজের বর্বরতায়

নিচের কোনটি সঠিক?
(ক) i

১৩। মিরজাফরের গুপ্তচর কে?
(ক) উমর বেগ

১৪। সিরাজ কোনটিকে তাঁর চারপাশের 'দেয়াল' বলেছেন?
(ক) অমাত্যদের ষড়যন্ত্রকে

নিচের উদ্দীপটি পড়ন এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দিন : বাঙালি শুধু লাঠি দিয়েই দেড়শত বছর আগেই তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছে। আজ বাংলার ছেলেরা স্বাধীনতার জন্য যে আত্মদান করেছে, ইতিহাসে তা স্বর্ণ-লেখায় লিখিত থাকবে।
১৫। 'সিরাজউদ্দৌলা' নাটকের সঙ্গে উদ্দীপকের কোন দিকটির মিল রয়েছে?
(খ) আত্মত্যাগের মহিমা

১৬। উদ্দীপক ও সিরাজউদ্দৌলা' নাটকে মিল রয়েছে যে বিষয়ে-
i. বাঙালির ত্যাগে ii. বাঙালির প্রতিশোধ স্পৃহায়
iii. অমাত্যদের বিশ্বাসঘাতকতায়
নিচের কোনটি সঠিক?
(ক) i

১৭। নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী কে?
(গ) মোহাম্মদি বেগ

১৮। ঘসেটি বেগমের প্রকৃতি হলো-
i. সন্তানবৎসল ii. স্বার্থপরায়ণ iii. ক্ষমতালিপ্সু

নিচের কোনটি সঠিক?
(গ) iii

অন্যায়ের কাছে নত নয় শির
ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।

১৯। উদ্দীপকের কোন দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকে প্রকাশিত হয়েছে?
(ক) নবাবের অনুগত সৈন্যবাহিনীর বীরত্ব

২০। উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকে ফুটে উঠেছে—
i. বীরযোদ্ধারা বীরের মতো লড়াই করে ii. নবাব বাহিনী অন্যায়ের কাছে নত হয় নি iii. দেশপ্রেমিক সৈনিকরা ষড়যন্ত্রকারী নয়

নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

২১। বাংলা নাটক সর্বপ্রথম কত তারিখে অভিনীত হয়?
(ঘ) ২৭ নভেম্বর ১৭৯৫

২২। 'সিরাজউদ্দৌলা' নাটক কয়টি অঙ্কে বিভক্ত?
(গ) চারটি

২৩। নবাব সৈন্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কে ডাচ ও ফরাসিদের নিকট সাহায্য চেয়েছিল?
(ঘ) হলওয়েল

২৪। ঘসেটি বেগমের সাজ কেমন ছিল?
(ঘ) জাঁকজমকপূর্ণ জলসার সাজ

২৫। সিরাজের পতন কে না চায়? - উক্তিটি করেছিলেন—
(খ) ঘসেটি বেগম

২৬। মিরনের কাছে ছদ্মবেশে কে এসেছিলেন?
(খ) রায়দুর্লভ

২৭। 'ওরা বেনিয়ার জাত।' -কাদের বলা হয়েছে?
(খ) ইংরেজদের

২৮। পলাশির যুদ্ধে সিরাজের পতন হলে-
i. ক্লাইভ পাবে দশ লক্ষ টাকা
ii. কলকাতার লোকেরা পাবে সত্তর লক্ষ টাকা
iii. কোম্পানি পাবে এক কোটি টাকা
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

২৯। ‘সিরাজউদ্দৌলা' নাটকের চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যের স্থান
কোনটি?
(ঘ) জাফরাগঞ্জের কয়েদখানাপি

৩০। গঙ্গাজলে ছুঁয়ে কে শপথ করেছিল?
ঘ) রাজবল্লভ

৩১। ‘তা বলে বাঙালি কাপুরুষ নয়' উক্তিটিতে প্রকাশ পেয়েছে বাঙালির-
i. সাহসিকতা
ii. কাপুরুষতা iii. বীরত্ব
নিচের কোনটি সঠিক?
(ঘ) i ও iii

৩২। সাদা নিশান কীসের প্রতীক?
(ঘ) সন্ধির

৩৩। ‘আমরা আপনার কর্তৃত্ব মানব না।'- এখানে 'আপনি' বলতে কাকে বুঝানো হয়েছে?
(খ) গভর্নর ড্রেক

৩৪। ‘যুদ্ধ কর, প্রাণপণে যুদ্ধ কর।' উক্তিটি করা হয়েছে যে কারণে-
(গ) সেনাদের মনোবল বাড়াতে

৩৫। নবাব সিরাজের মতে, ইংরেজরা যে কারণে সভ্য জাতি-
i. ইংরেজরা বাণিজ্যিক শর্ত মেনে চলে
ii. তারা নিয়ম ও শৃঙ্খলা জানে
iii. ইংরেজদের শাসন মানার অভ্যাস রয়েছে
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii

৩৬। সিরাজ পলায়নপর জনতাকে আশ্বাস দিলেন যেভাবে-
i. বিহারের রাম নারায়ণ সহযোগিতা করবে
ii. আপনারা হাল ছেড়ে দেবেন না
iii. আমার পাশে এসে দাঁড়ান
নিচের কোনটি সঠিক?
(ঘ) ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দিন ঃ কলিমদ্দি দফাদার ইউনিয়ন বোর্ডের চাকুরে। চাকুরিগত কারণে তাকে সবসময় পাক-বাহিনীর সঙ্গে থাকতে হয়। তবে সে পাকবাহিনীর সঙ্গে থাকলেও অন্তরালে মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহায়তা করে।
৩৭। উদ্দীপকের কলিমদ্দি দফাদারের বিপরীত পরিচয় ‘সিরাজউদ্দৌলা' নাটকের যে চরিত্রে ফুঠে উঠেছে-
(গ) উমিচাঁদ

৩৮। উদ্দীপকের কলিমদ্দি দফাদার ও নাটকের রাইসুল জুহালা
চরিত্রে প্রকাশিত হয়েছে-
(খ) দেশপ্রেম

নিচের উদ্দীপকটি পড়ন এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দিন ঃ বেশ সুখেই ছিল রামশীলের জনসাধারণ। কিন্তু দেশপ্রেমিক ও প্রজাদরদী রাজার বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাজ্যের সেনাপতি। তিনি রাজাকে হটিয়ে দিয়ে সিংহাসনে বসতে আগ্রহী। রাজাও কোনো অবস্থাতেই সিংহাসন ছাড়তে নারাজ।
৩৯। উদ্দীপকের সেনাপতির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকে যে চরিত্রের মিল রয়েছে-
(খ) মিরজাফর

৪০। এ ধরনের সাদৃশ্য পরিলক্ষিত হয়-
i. বিশ্বাসঘাতকতায়
ii. বর্বরতায়
iii. প্রজা নির্যাতন
নিচের কোনটি সঠিক?
(ক) i

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দিন ঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এদিন কিছু বিপদগামী উচ্চপদস্থ সেনা কর্মকর্তা উচ্চাভিলাষী হয়ে ক্ষমতা লাভের স্পৃহায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ।
৪১। উদ্দীপকের 'শেখ মুজিবুর রহমান' চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকে যাকে প্রতিনিধিত্ব করে-
(ক) নবাব সিরাজউদ্দৌলা

৪২। উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকে মিল রয়েছে যে বিষয়ে-
i. সুশাসন ও জনকল্যানে ii. জনগণের শান্তিবিধান
iii. উচ্চাভিলাষ ও ক্ষমতার লোভ
নিচের কোনটি সঠিক?
(গ) iii

৪৩। 'যত বড় মুখ নয়, ততো বড় কথা - সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার?
(গ) ক্যাপ্টেন ক্লেটনের

৪৪। নবাবের পতনের কারণ হলো-
(i) মিরজাফরের বিশ্বাসঘাতকতা
(ii) ইংরেজদের স্বার্থপরতা (iii) নবাবের অসৎ আচরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii

৪৫। 'এ দেশে থেকে এ দেশকে ভালোবেসেছি। গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে।' উক্তিটিতে গুপ্তচরের কোন বিষয়টি তুলে ধরা হয়েছে?
(গ) দেশপ্রেমের

৪৬। মিরজাফরের প্রকৃতি হলো-
(i) ক্ষমতালোভী, ব্যক্তিত্বহীন, পরশ্রীকাতর
(ii) কূটকৌশলী, কাপুরুষ, অর্থলিপ্স, ওয়াদাভঙ্গকারী
(iii) হঠকারী, বেহায়া, সুযোগসন্ধানী, ষড়যন্ত্রকারী
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও ii

৪৭। সুযোগ বুঝে মিরজাফর বাহিনীর নিশ্চিন্তে আত্মীয় বাড়ি যাওয়ার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে—
(গ) বিশ্বাসঘাতকতা করা

৪৮। 'ওরা বেনিয়ার জাত'- কাকে বলা হয়েছে?
(খ) ইংরেজদের

নিচের উদ্দীপকটি পড়ুন এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দিন ঃ ১৯৭১ এর মুক্তিসংগ্রামে রাজাকার, আলবদর প্রকাশ্যে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে এবং বাঙ্গালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের সহায়তায় পাক হানাদার বাহিনী বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যার নীল-নকশা প্রণয়ন করে।
৪৯। উদ্দীপকের লজাকার ও আলবদরদের সাথে ‘সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র-
(ক) উমিচাঁদ, মিরজাফর, রাজবল্লভ

৫০। উদ্দীপক এবং সিরাজউদ্দৌলা নাটকের মূল বিষয়-[বাউবি-১৮]
(গ) বিশ্বাসঘাতকতা

৫১। 'চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র:- উক্তিটির অন্তর্নিহিত
তাৎপর্য কী?
(ক) ঘোরতর বিপদ

৫২। 'রাইসুল জুহালা' কে?
(গ) নারান সিং

৫৩। “ভীরু প্রতারকের দল চিরকালই পালায়”- এ উক্তিটির আলোকে বলা যায় যে-
(i) সবসময় ভীরুদের মনোবল ক্ষীণ থাকে
(ii) ভীরুরা সবসময় স্বার্থান্ধ
(iii) ভীরুদের মাঝে কোনো দেশপ্রেম নেই

নিচের কোনটি সঠিক?
(খ) i, ii ও iii

COMMENTS

BLOGGER
Name

A.R.Rahman,2,Android,1,Anupam Roy,1,Apk,1,Arabic Lyrics,1,Arijit Singh,7,Arnob,1,backing,4,Bandarban,1,Bangla,1,Bangla kobita,1,Bangla Lyrics,115,Bangla Song,76,Bangladesh,49,Bappa Mazumder,1,bdix,7,Beauty And Me,23,Bengali food,66,binodon,6,bollywood,5,buffet,8,Business,4,casestudy,1,COMPUTER,22,Cooking,100,Cricket,24,Cricketer Signature,5,Darshan Raval,1,debt,1,dhaliwood,4,Downloads,3,Education,3,English,7,English Grammar,2,English Lyrics,6,English Song,5,Exam Result,16,Excel,1,fashion,7,Fitness,1,food,84,food around Dhaka,44,food is life,74,food review,45,Ftp & Media Server,1,Funny world,2,good life,2,Google,1,Habib,3,hair,1,HEALTH,44,Hindi,2,Hindi Lyrics,33,Hindi Song,24,Hindi Tv Channel,6,Homoeopathy,3,IDM,4,Iftar,13,Iftar Special,4,Imran,1,IPL,11,IPL 2017,3,Islam,2,JOBS,1,Kaptai,1,kobita,1,kobitar diary,1,Kolkata Movie song lyrics,17,Kolkata Song,20,Land,1,life style,17,love,7,Lyrics,164,Ma,4,Mahtim Shakib,1,Maps,1,Marketing,3,Men,1,Microsoft,1,Miftah Zaman,2,Minar Rahman,23,MOBILE,6,Movie,1,Movie Lyrics,2,movie review,1,News,47,October,1,One day Tour,1,Pad,1,PC Tips,27,pdf,1,Ramadan,5,ramadan recipes,4,Recipe,65,Religion,1,review,1,River,1,Salman Khan,1,Sehri,5,SEO,1,Short Film,2,Shreya Ghoshal,1,Signature World,3,Software,61,Song World,11,Sports,19,Tahsan,4,Tech,6,Tips,6,Tour in bangladesh,14,Train,7,Translated,1,Travel,18,USB,2,Video Editor,1,w,1,Wi-fi,1,Windows,3,Windows 10,3,Xiaomi,2,ইসলামি প্রশ্ন ও উত্তর,3,কুরবানী,7,খবর,5,ট্রেন,8,ফ্যাশান,9,বাড়ি ভাড়া,1,বিজ্ঞান,2,বিনোদন,11,ভ্রমণ,5,ভ্রমন,1,মহাবিশ্ব,1,রাজনীতি,1,শিক্ষক,1,হাদিস,2,
ltr
item
Everything In Here: বাংলা ১ম পত্রের গদ্য এবং পদ্যের সম্পূর্ণ এমসিকিউ
বাংলা ১ম পত্রের গদ্য এবং পদ্যের সম্পূর্ণ এমসিকিউ
Everything In Here
https://everythinginherenet.blogspot.com/2024/12/blog-post_20.html
https://everythinginherenet.blogspot.com/
https://everythinginherenet.blogspot.com/
https://everythinginherenet.blogspot.com/2024/12/blog-post_20.html
true
1972090091437330215
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Read more Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content