বাংলাদেশের নদ নদী

বাংলাদেশের নদ নদী বাংলাদেশের এক অপরিহার্য অংশ। এসব নদ নদী বাংলাদেশের আশীর্বাদস্বরূপ। বাংলাদেশের নদ নদীর ভূমিকা বলে বা লেখে শেষ করা যাবে না। ...

বাংলাদেশের নদ নদী বাংলাদেশের এক অপরিহার্য অংশ। এসব নদ নদী বাংলাদেশের আশীর্বাদস্বরূপ। বাংলাদেশের নদ নদীর ভূমিকা বলে বা লেখে শেষ করা যাবে না।

এখানে বাংলাদেশের নদ নদী বিষয়ক বিভিন্ন তথ্য সমূহ আলোচনা করা হয়েছে, যেটা বিশেষ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

  • বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত শাখা-প্রশাখা সহ মোট নদীর সংখ্যা ২৩০ টি 
  • বাংলাদেশের উপর দিয়ে আন্তর্জাতিক নদীর সংখ্যা সংখ্যা ৫৭ টি
  • বাংলাদেশ ও ভারত অভিন্ন নদী নদী  ৫৪ টি 
  • বাংলাদেশের আন্তর্জাতিক নদী- পদ্মা বা গঙ্গা 
  • বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী – কুলিক 
  • বাংলাদেশের দীর্ঘতম নদী – মেঘনা
    • গভীরতম নদী – মেঘনা
    • প্রশান্ততম নদী – মেঘনা 
  • বাংলাদেশের দীর্ঘতম নদী – ব্রহ্মপুত্র
    •  প্রধান শাখা – যমুনা 
  • বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী – কর্ণফুলী 
  • নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত – ভাঙ্গা ফরিদপুর, প্রতিষ্ঠিত হওয়ার ১৯৭৭ সালে 
  • নদী সমূহ প্রবাহিত হয় সর্পিল বা বিনুনি গতিতে 
  • নদী শিকস্তি – নদী ভাঙ্গনে যারা সর্বস্বান্ত হওয়া জনগণ
  • নদী পয়স্তি – নদীর চর জাগলে যারা সেখানে চাষাবাদ করে  
  • বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী – হাড়িয়াভাঙ্গা
  • বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ
  • বাংলাদেশের ভিতরে দুই ভাগ হয়ে কিছু দূর প্রবাহিত হওয়ার পর পুনরায় মিলিত হয়েছে – মেঘনা 
  • দুই ভাগ হয়ে মেঘনা সুরমা ও কুশিয়ারা নামে প্রবাহিত এবং সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কালনী নামে প্রবাহিত
  • কালনী ও পুরাতন ব্রহ্মপুত্র ভৈরব এর নিকট মিলিত হয়ে নাম ধারণ করেছে মেঘনা এবং মেঘনা পতিত হয়েছে বঙ্গোপসাগরে 
  • বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত
  • বুড়িগঙ্গা নদীর শাখা নদী – ধলেশ্বরী 
  • যমুনা নদীর শাখা নদী – ব্রহ্মপুত্র 
  • মণিপুর রাজ্যে অবস্থিত টিপাইমুখ বাঁধ নির্মিত ২০১২ সালে 
  • তুই ভাই ও তুই রয়ং মিলিত স্রোত ধারায় সৃষ্টি হয়েছে – বরাক নদী 
  • নদীর নাম অনুসারে যে জেলা – ফেনী 
  • ব্যক্তির নাম অনুসারে নদীর নাম – রুপসা ( রুপলাল সাহা)
  • কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কর্ণফুলী নদীর উপর, ১৯৬২সালে নির্মিত 
  • এই দেশের জল সীমায় উৎপন্ন ও সমাপ্তি হওয়া নদী – হালদা
  • বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদী – আত্রাই, মহানন্দা (পুনর্ভা, টাঙ্গন)
  • কুমিল্লার দুঃখ বলা হয় – গোমতী নদীকে, কারণ এখানে জোয়ার ভাটা হয় না 
  • বাংলাদেশের দক্ষিণাঞ্চলের লাইফলাইন(জীবন রেখা) বলা হয় – বিল ডাকাতিয়াকে
  • বাংলাদেশের উত্তরাঞ্চলের লাইফলাইন (জীবনরেখা) বলা হয় – তিস্তা নদীকে
  • নিঝুম দ্বীপ অবস্থিত – মেঘনা নদীর মোহনায় 
  • কর্ণফুলী নদী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ভিতর দিয়ে প্রবেশ করেছে 
  • ১৭৮৭ সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র বিভক্ত হয়ে যমুনা নদীর উৎপত্তি
  • নদীর নামে নামকরণ – টেকনাফ(থানার নাম)
  • মহিলা নদী অবস্থিত – দিনাজপুর জেলায়
  • পুরুষ নদী ও বাঙালি নদী অবস্থিত – বগুড়া জেলায় 
  • ভোলা নদী ও পশুর নদী অবস্থিত – বাগেরহাট জেলায় 
  • ফুলেশ্বরী নদী অবস্থিত – কিশোরগঞ্জে
  • রজতরেখা নদী অবস্থিত – মুন্সীগঞ্জে 
  • কারখানা নদী অবস্থিত – পটুয়াখালীতে
  • চেঙ্গী নদী অবস্থিত – খাগড়াছড়িতে 
  • তেতুলিয়া নদী অবস্থিত – ভোলা জেলায়
  • ধানসিঁড়ি নদী অবস্থিত – বরিশালে 
  • গুণে-মানে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ পানি মেঘনা নদীর
  • যে নদীতে পাশাপাশি দুই রঙের স্রোত দেখা যায় – যমুনা নদী

নদীর পূর্ব ও বর্তমান নাম

বর্তমান নামপূর্ব নাম
পদ্মাকীর্তিনাশা 
যমুনাজোনাই খান
বুড়িগঙ্গাদোলাই নদী/খাল
ব্রহ্মপুত্রলোহিত্য

স্মৃতি বিজড়িত নদ-নদী

নামনদ/নদীর নাম
মাইকেল মধুসূদন দত্তকপোতাক্ষ নদ 
জীবনানন্দ দাশধানসিঁড়ি 
শিল্পাচার্য জয়নুল আবেদীনব্রহ্মপুত্র
আল মাহমুদ, অদ্বৈত মল্লবর্মণতিতাস
এস এম সুলতানচিত্রা
রবীন্দ্রনাথইছামতি, পদ্মা, বড়াল

বাংলাদেশের নদ নদীর উৎপত্তিস্থল

নদীর নামউৎপত্তিস্থল
পদ্মা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে
মেঘনাআসামের লামা মনিপুর পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত লুসাই পাহাড় থেকে
যমুনা/ব্রহ্মপুত্র কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে 
কর্ণফুলীমিজোরামের লুসাই পাহাড় থেকে 
সাঙ্গুমায়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড় থেকে 
তিস্তাসিকিমের পর্বত অঞ্চল 
মাতামুহুরীলামার মাইভার পর্বত 
করোতোয়াসিকিমের পর্বত অঞ্চল 
মহানন্দাহিমালয় পর্বতের মহালদিরাম পাহাড়ে 
হালদাখাগড়াছড়ির বাটনাতলী পাহাড়ি এলাকা

শাখা নদী

নদীর নামশাখা নদী
যমুনাধলেশ্বরী, বুড়িগঙ্গা
পদ্মাভৈরব, ইছামতি, কপোতাক্ষ,মধুমতি, আড়িয়ালখাঁ, গড়াই, মাথাভাঙ্গা

উপ নদী

নদীর নামউপনদী
পদ্মাটাঙ্গন, পুনর্ভবা, নাগর কুলিক, গঙ্গা 
মেঘনাশীতলক্ষ্যা, গোমতী, ডাকাতিয়া, তিতাস, বাউলা 
যমুনাতিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, বাঙালি 
কর্ণফুলীহালদা, কাপ্তাই, গোয়ালখালী, কাসালং

বাংলাদেশের নদ নদীর প্রবেশদ্বার

নদ নদীপ্রবেশদ্বার
পদ্মারাজশাহী/চাঁপাইনবাবগঞ্জ 
মেঘনা, সুরমা ও কুশিয়ারাসিলেট 
ব্রহ্মপুত্রনাগেশ্বরী, কুড়িগ্রাম
কর্ণফুলীরাঙ্গামাটি
নাফটেকনাফ, কক্সবাজার 
তিস্তানীলফামারী 
সাংগুমাতামুহুরী, বান্দরবান

বাংলাদেশের নদ নদীর মিলনস্থান ও মিলিত নাম
নামমিলন স্থানমিলনের পরে নাম
পদ্মা ও যমুনাআরিচা/গোয়ালনয়া (রাজবাড়ী)পদ্মা 
সুরমা ও কুশিয়ারাভৈরব(আজমেরীগঞ্জ)কালনী
পদ্মা ও মেঘনাচাঁদপুরমেঘনা 
হালদা ও কর্ণফুলীচট্টগ্রাম(কালুরঘাট)কর্ণফুলী 
বাঙালি ও যমুনাবগুড়া
ব্রহ্মপুত্র ও কালনীভৈরব 
তুই ভাই ও বরাক আসামবরাক 
তিস্তা ও ব্রহ্মপুত্রকুড়িগ্রাম 
রূপসা ও ভৈরবখুলনা 
পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনাভৈরব বাজার 

নদীর তীরবর্তী শহর ও স্থান 

জেলা/শহর/স্থাননদীর নাম
ঢাকা, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিলবুড়িগঙ্গা
চট্টগ্রাম, চন্দ্রঘোনা, কাপ্তাইকর্ণফুলী 
রাজশাহী, শিলাইদহ, মাদারীপুর, সারোদা, পাকশী, ভেড়ামারা,
শরীয়তপুর, রাজবাড়ী, আরিচা ঘাট, মাওয়া ঘাট, গোয়ালন্দ, দৌলদিয়া ঘাট  
পদ্মা
চাঁদপুর, আশুগঞ্জ, সার কারখানা, ভৈরব, সোনারগাঁওমেঘনা 
রংপুর, নীলফামারী, লালমনিরহাটতিস্তা 
সিলেট, ছাতক, সুনামগঞ্জসুরমা 
নাটোর,গাইবান্ধা, নওগাঁআত্রাই 
কক্সবাজার, টেকনাফ নাফ
মংলা বন্দর, চালনা বন্দরপশুর 
বগুড়া, মহাস্থানগড়, পঞ্চগড়করোতোয়া 
ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জপুরাতন ব্রহ্মপুত্র 
বরিশালকীর্তনখোলা 
যশোরকপোতাক্ষ ও ভৈরব 
খুলনাভৈরব ও রূপসার মিলনস্থল
কুষ্টিয়াগড়াই 
ফরিদপুরআড়িয়াল খাঁ 
নারায়ণগঞ্জশীতলক্ষ্যা
গোপালগঞ্জ টুংগীপাড়ামধুমতি 
ঠাকুরগাঁওটাঙ্গন
চাঁপাইনবাবগঞ্জ, বাংলাবান্ধামহানন্দা 
কুমিল্লাগোমতী 
পতিসরনাগর 

ফেরিঘাট 

নামস্থান
মাওয়ামুন্সিগঞ্জ
কাওড়াকান্দিমাদারীপুর
দৌলদিয়াগোয়ালন্দ 
পাটুরিয়ামানিকগঞ্জ 
আরিচামানিকগঞ্জ 
নগরবাড়িপাবনা

COMMENTS

BLOGGER
Name

A.R.Rahman,2,Android,1,Anupam Roy,1,Arabic Lyrics,1,Arijit Singh,7,Arnob,1,backing,4,Bandarban,1,Bangla,1,Bangla kobita,1,Bangla Lyrics,115,Bangla Song,76,Bangladesh,49,Bappa Mazumder,1,bdix,7,Beauty And Me,23,Bengali food,66,binodon,6,bollywood,5,buffet,8,Business,3,casestudy,1,COMPUTER,22,Cooking,100,Cricket,24,Cricketer Signature,5,Darshan Raval,1,debt,1,dhaliwood,4,Downloads,3,Education,3,English,7,English Grammar,2,English Lyrics,6,English Song,5,Exam Result,16,Excel,1,fashion,7,Fitness,1,food,83,food around Dhaka,44,food is life,74,food review,45,Ftp & Media Server,1,Funny world,2,good life,2,Google,1,Habib,3,hair,1,HEALTH,43,Hindi,2,Hindi Lyrics,33,Hindi Song,24,Hindi Tv Channel,6,Homoeopathy,3,IDM,3,Iftar,13,Iftar Special,4,Imran,1,IPL,11,IPL 2017,3,Islam,2,JOBS,1,Kaptai,1,kobita,1,kobitar diary,1,Kolkata Movie song lyrics,17,Kolkata Song,20,life style,17,love,7,Lyrics,164,Ma,4,Mahtim Shakib,1,Maps,1,Marketing,3,Men,1,Microsoft,1,Miftah Zaman,2,Minar Rahman,23,MOBILE,5,Movie,1,Movie Lyrics,2,movie review,1,News,46,October,1,One day Tour,1,PC Tips,27,pdf,1,Ramadan,5,ramadan recipes,4,Recipe,65,Religion,1,review,1,River,1,Salman Khan,1,Sehri,5,Short Film,2,Shreya Ghoshal,1,Signature World,3,Software,60,Song World,11,Sports,19,Tahsan,4,Tech,5,Tips,6,Tour in bangladesh,14,Train,3,Translated,1,Travel,17,USB,2,Video Editor,1,w,1,Wi-fi,1,Windows,3,Windows 10,3,ইসলামি প্রশ্ন ও উত্তর,3,কুরবানী,7,খবর,4,ট্রেন,3,ফ্যাশান,9,বিজ্ঞান,2,বিনোদন,11,ভ্রমণ,2,ভ্রমন,1,মহাবিশ্ব,1,হাদিস,2,
ltr
item
Everything In Here: বাংলাদেশের নদ নদী
বাংলাদেশের নদ নদী
Everything In Here
https://everythinginherenet.blogspot.com/2024/12/blog-post_23.html
https://everythinginherenet.blogspot.com/
https://everythinginherenet.blogspot.com/
https://everythinginherenet.blogspot.com/2024/12/blog-post_23.html
true
1972090091437330215
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Read more Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content