মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচী | Mohua Commuter Train Schedule আপনি যদি ঢাকা থেকে ময়মনসিংহ রুটে কম খরচে নিয়মিত যাতায়াত করতে চান, তাহলে মহু...
মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচী | Mohua Commuter Train Schedule
আপনি যদি ঢাকা থেকে ময়মনসিংহ রুটে কম খরচে নিয়মিত যাতায়াত করতে চান, তাহলে মহুয়া কমিউটার ট্রেন আপনার জন্য সবচেয়ে উপযুক্ত বাহন হতে পারে। বাংলাদেশ রেলওয়ের অন্যতম জনপ্রিয় এবং সময়নিষ্ঠ ট্রেন হিসেবে মহুয়া কমিউটার দীর্ঘদিন ধরে যাত্রীদের আস্থা অর্জন করে চলেছে।মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচী সম্পর্কে জানা থাকলে আপনি সহজেই আপনার ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন। বিশেষ করে অফিসগামী, ছাত্রছাত্রী ও কম খরচে ভ্রমণ করতে ইচ্ছুক সাধারণ যাত্রীরা এই ট্রেনের মাধ্যমে সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকেন।
মহুয়া কমিউটার ট্রেনের নতুন সময়সূচী
নতুন সময়সূচী অনুযায়ী ৪৩ নম্বর আপ মহুয়া কমিউটার ট্রেনটি সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশন ছাড়ে। এরপর বিভিন্ন স্টেশনে বিরতি দিয়ে এটি দুপুর ১২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ পৌঁছায় এবং সবশেষে দুপুর ২টা ৫০ মিনিটে মোহনগঞ্জ পৌঁছায়। অন্যদিকে, মোহনগঞ্জ স্টেশন থেকে এটি বিকেল ৩টা ২০ মিনিটে ছাড়ে। এরপর ময়মনসিংহ জংশন স্টেশনে বিকেল ৫টা ৩৫ মিনিটে বিরতি নিয়ে পুনরায় ঢাকায় পৌঁছায় রাত ৯টা ১০ মিনিটে।
ঢাকা থেকে মোহনগঞ্জ সময়সূচী
স্টেশনের নাম | নতুন সময়সূচি |
---|---|
কমলাপুর জংশন | সকাল ০৮টা ৩০ মিনিট |
তেজগাঁও | সকাল ০৮টা ৪৫ মিনিট |
বিমানবন্দর | সকাল ০৯টা ০২ মিনিট |
টঙ্গী জংশন | সকাল ০৯ টা ১২ মিনিট |
জয়দেবপুর | সকাল ০৯ টা ৩৯ মিনিট |
ভাওয়াল গাজীপুর | সকাল ০৯ টা ৪৮ মিনিট |
রাজেন্দ্রপুর | সকাল ১০টা ০০ মিনিট |
শ্রীপুর | সকাল ১০টা ১৬ মিনিট |
কাওরাইদ | সকাল ১০টা ৩৮ মিনিট |
মশাখালি | সকাল ১০ টা ৫২ মিনিট |
গফরগাঁও | সকাল ১১ টা ২৪ মিনিট |
আউলিয়া নগর | সকাল ১১ টা ৪৪ মিনিট |
আহমেদাবাদ | সকাল ১১ টা ৫৫ মিনিট |
ফাতেমা নগর | দুপুর ১২ টা ০৫ মিনিট |
ময়মনসিংহ জংশন | দুপুর ১২ টা ৪৫ মিনিট |
ময়মনসিংহ গৌরীপুর | দুপুর ০১ টা ২২ মিনিট |
শ্যামগঞ্জ জংশন | দুপুর ০১ টা ৩৬ মিনিট |
নেত্রকোনা | দুপুর ০২ টা ০০ মিনিট |
নেত্রকোনা কোর্ট | দুপুর ০২ টা ০৫ মিনিট |
ঠাকুর-কানা | দুপুর ০২ টা ২৫ মিনিট |
বারহাট্টা | দুপুর ০২ টা ৪০ মিনিট |
মোহনগঞ্জ | বিকাল ০৩ টা ০০ মিনিট |
মহুয়া কমিউটার ট্রেনটি ঢাকা থেকে নেত্রকোনা জেলায় নিয়মিতভাবে চলাচল করে। যাত্রাপথে এটি ময়মনসিংহ এবং গাজীপুর জেলাকে যুক্ত করেছে। এই ট্রেনটি যাত্রাপথে প্রায় ৩৬টি স্টেশনে বিরতি নেয়। মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আরেকটি জনপ্রিয় ট্রেন হলো আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস।
মোহনগঞ্জ থেকে ঢাকা সময়সূচী
৪৪ নম্বর ডাউন মহুয়া কমিউটার মোহনগঞ্জ স্টেশন থেকে বিকাল তিনটা বিশ মিনিটে এই ট্রেনটি যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে নির্দিষ্ট স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকা কমলাপুর পৌঁছায় রাত ৯টা ১০ মিনিটে।
স্টেশনের নাম | সময়সূচি ২০২৫ |
---|---|
মোহনগঞ্জ | বিকাল ০৩টা ২০ মিনিট |
বারহাট্টা | বিকাল ০৩টা ৩৭ মিনিট |
ঠাকুরকণা | বিকাল ০৩টা ৪৮ মিনিট |
নেত্রকোনা কোর্ট | বিকাল ০৪ টা ০৫ মিনিট |
নেত্রকোনা | বিকাল ০৪টা ১০ মিনিট |
শ্যামগঞ্জ জংশন | বিকাল ০৪টা ৩০ মিনিট |
গৌরীপুর জংশন | বিকাল ০৪টা ৪৫ মিনিট |
ময়মনসিংহ জংশন | বিকাল ০৫টা ৩৫ মিনিট |
ফাতেমা নগর | বিকাল ০৫টা ৫৬ মিনিট |
আহমেদ বাড়ি | সন্ধ্যা ০৬টা ০৩ মিনিট |
আউলিয়া নগর | সন্ধ্যা ০৬টা ১৫ মিনিট |
গফরগাঁও | সন্ধ্যা ০৬টা ৩৫মিনিট |
মশাখালী | সন্ধ্যা ০৬টা ৪৮ মিনিট |
কাওরাইত | সন্ধ্যা ০৭টা ০৫ মিনিট |
শ্রীপুর | সন্ধ্যা ০৭টা ২১ মিনিট |
জয়দেবপুর | রাত ০৮টা ০৫ মিনিট |
টঙ্গী জংশন | রাত ০৮টা ৩০ মিনিট |
ঢাকা বিমানবন্দর | রাত ০৮টা ৪০ মিনিট |
তেজগাও | রাত ০৮টা ৫৭ মিনিট |
ঢাকা কমলাপুর | রাত ০৯টা ১০ মিনিট |
COMMENTS