বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব আগামী ১৩ আগস্টের মধ্যে পাঠানোর চেষ্টা করছে শিক্ষা...
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব আগামী ১৩ আগস্টের মধ্যে পাঠানোর চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে কত টাকা প্রয়োজন সেই তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সংগ্রহ করেছে মন্ত্রণালয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখার মর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘জাতীয়করণ প্রত্যাশী জোটের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে এসেছেন। আমরা মাউশি থেকে তথ্য সংগ্রহ করেছি। এ তথ্য এখন পর্যালোচনা করা হবে। এরপর প্রস্তাব আকারে এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
১৩ আগস্ট শিক্ষকদের আল্টিমেটাম শেষ হবে, এর আগেই প্রস্তাব পাঠানো হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি। এখানে অনেকগুলো বিষয় কাজ করছে। কত শতাংশ বাড়ি ভাড়ার প্রস্তাব পাঠানো হবে, শতাংশ হারে পাঠানো হবে নাকি টাকার অঙ্কে পাঠানো হবে; সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটি এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এরপর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। আমরা চেষ্টা করবো ১৩ সেপ্টেম্বরের পূর্বেই প্রস্তাব পাঠানোর।’
এদিকে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন, সে বিষয়ে একটি ড্রাফট তৈরি করা হয়েছে। এ ড্রাফটি মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এখন মন্ত্রণালয় অর্থের বিষয়টি পর্যালোচনা করে সেটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শুধুমাত্র স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে প্রায় দুই হাজার ৪০০ কোটি টাকা লাগবে। এটি এক বছরের হিসেবে। সে হিসেবে প্রতি মাসে ২০০ কোটি টাকার মতো লাগবে। এই বিপুল পরিমাণ অর্থ মন্ত্রণালয় ছাড় করবে কি না সেটি তারাই ভালো বলতে পারবে।’
বিকল্প কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা ৫ শতাংশ, ১০, ১৫ এবং ২০ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব তৈরি করেছি। শিক্ষা মন্ত্রণালয় কোন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে সেটি তারাই ভালো বলতে পারবে। আমাদের কাজ ছিল হিসেব তৈরি করে মন্ত্রণালয়ের কাছে পাঠানো। আমরা সেটি করেছি। এখন বাকি কাজ মন্ত্রণালয় করবে।’
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। সমাবেশের এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা। বৈঠকে শিক্ষকদের বাড়ি ভাড়া ২০ শতাংশ করার বিষয়ে সম্মত হয় মন্ত্রণালয়। পরবর্তীতে এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেন জোটের নেতারা। সেই প্রস্তাবনার পর এবার ব্যয় বিবরণী জানতে অধিদপ্তরগুলোতে চিঠি পাঠায় মন্ত্রণালয়। ইতোমধ্যে মাউশি থেকে তথ্য পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তর থেকে তথ্য পাওয়া বাকি।
COMMENTS