হোমিওপ্যাথির কি পার্শ্বপ্রতিক্রিয়া আছে? উত্তর হলো না হোমিওপ্যাথিক মেডিসিনে কোন সাইড ইফেক্ট নাই, উক্ত ব্যপার খানা বুঝতে হলে সবার আগে আপনাকে ...
হোমিওপ্যাথির কি পার্শ্বপ্রতিক্রিয়া আছে?
উত্তর হলো না হোমিওপ্যাথিক মেডিসিনে কোন সাইড ইফেক্ট নাই, উক্ত ব্যপার খানা বুঝতে হলে সবার আগে আপনাকে জানতে হবে সাইড ইফেক্ট কি?

অর্থাৎ, ওষুধ সঠিক ও সঠিক মাত্রায় দেওয়া হলেও, সেটি শরীরের বিভিন্ন কোষ ও টিস্যুর উপর কিছু অতিরিক্ত প্রভাব বিস্তার করে।
ফলে ঐ কোষগুলোর স্বাভাবিক কার্যক্রমে সামান্য পরিবর্তন বা ইরিটেশন তৈরি হয়, এবং তার ফলেই কিছু নতুন উপসর্গ বা প্রতিক্রিয়া দেখা দেয় — যেগুলোকে আমরা side effect বলি।
যেমন এলার্জীর জন্য এন্টিহিস্টামিন খেলে ঘুম ঘুম ভাব আসে, এর মুল কারন হচ্ছে
আমাদের ব্রেনে এক ধরনের নিউরোট্রান্সমিটার histamine থাকে (নিউরোট্রান্সমিটার নিয়ে আরেক দিন বলব) যা সচেতনতা ও জাগ্রত থাকা বজায় রাখে।
Antihistamine এই histamine receptor ব্লক করে।
ফলে মস্তিষ্কের alertness কমে যায়। ফলস্বরূপ রোগী ঘুম ঘুম ভাব বা drowsiness অনুভব করে।
আবার ব্যথার মেডিসিন খেলে কিডনী নষ্ট ডেমেজ হতে থাকে,
মুলতো ব্যথার মেডিসিন বা anti inflammatory Drugs কিডনীর প্রোস্টাগ্লান্ডিন সিক্রেশন কমান,
ফলে কিডনীর রক্ত সঞ্চালন কমে যায় এবং এটি দ্বীর্ঘমেয়াদি হলে কিডনী ডেমেজ হতে থাকে।
প্রতিটা মেডিসিন এর এমন ম্যাকানিকাল সাইড ইফেক্ট আছে।
এখন আসি হোমিওপ্যাথি মেডিসিন কি সেইম সাইড ইফেক্ট ক্রিয়েট করে?
উত্তর হলো না , হোমিওপ্যাথি মেডিসিনে এমন সাইড ইফেক্ট হয় না, কারন হোমিওপ্যাথি মেডিসিন সরাসরি কোষের উপর কাজ করে না,
এটি কাজ করে ডাইনামিক লেভেল বা এনার্জী লেভেলে, ফিলোসোফিক্যালি আমাদের বডি একটি এনার্জী লেভেল দ্বারা পরিচালিত হয়, এবং ডিজিজ ও একটি এনার্জী দ্বারা প্রস্তুত, ভাইটাল এনার্জী যখন ডিজিজ এনার্জী দ্বারা আক্রান্ত হয় , তখন আমাদের বডির সেলুলার লেভেল , মাইন্ড এবং ইমোশন দ্বারা তার লক্ষন প্রকাশ করে,
ঠিক সেই সময় আমরা ডিজিজ সিমিলার মেডিসিন এপ্লাই করি।
হোমিওপ্যাথিক মেডিসিন যেহেতু সেলুলার লেভেলে কাজ করে না সেহেতু এর সাইড ইফেক্ট নাই।
কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন যেহেতু এনার্জী, সুতরাং ভুল এবং সঠিক যেই মেডিসিন ই ব্যবহার করেন না কেনো, হোমিওপ্যাথি ইফেক্ট পড়বে।
তবে যেহেতু হোমিওপ্যাথিক মেডিসিন এর নির্দিষ্ট ক্রিয়াকাল এবং এনার্জী লিমিট থাকে, তাই ডাক্তার যদি বুঝতে পারেন এটি সিমিলিমাম ইফেক্ট তখন মেডিসিন বন্ধ করে অপেক্ষা করলে রোগি কিউর হতে থাকেন, আর যদি বুঝতে পারেন এটি অনলি মেডিসিনাল ইফেক্ট তখন নতুন সিম্পটম কালেক্ট করে এন্টিডোট অথবা নতুন সিমিলিমাম প্রেস্কিপশন করেন।
হোমিওপ্যাথিক মেডিসিন এর ক্রিয়াকাল লিমিট তাই দ্বীর্ঘ মেয়াদী ইফেক্টে ভুগার চান্স নেই বললেই চলে।
উক্ত কন্ডিশন একজন আদর্শ ডাক্তার অবশ্যই প্রতিহত করতে পারেন।
COMMENTS