আম রা বাজার থেকে প্রতিদিন কত কেক, বিস্কুট , মাফিন , রুটি আরও কত কি কিনে খাই তাই না? কিন্তু মানের ব্যাপারে কতটা নিশ্চিত? বাচ্চার টিফি...
কিন্তু মানের ব্যাপারে কতটা নিশ্চিত?
বাচ্চার টিফিন নিয়ে কত টেনশন !!! যা কিনে দিচ্ছি মান্সম্মত তো?
আর বাইরে থেকে কিনে খাওাতে হবে না এবার নিজেই বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন বাচ্চার প্রিয় কুকিস।
আজকে আমরা জানবো বেকিং বেকিং এর জন্য বিগেনের দের জন্য যে জিনিশ গুলা প্রয়োজন
এগুলো কিনলাম নিউমার্কেট এর ৩ নাম্বার গেট এর ভিতর থেকে,
ছবি আর দাম সহ পোস্ট দিলাম । সবার সুবিদারথে ।
১/কেক এর মোল্টঃ- কেক অথবা জেকোন বেকিংএ ব্যাবহার করা হয় । দাম :- ১০০,১৪০,১৮০ টাকা এর ভিতরে পাবেন।
২/কেক ডেকোরেশন এর নজেলঃ- কেক ডেকোরেশন এরকাজে লাগে । দাম ঃ- প্রতি পিস ২০ টাকা করে।
৩/মেজারমেন্ট কিট ঃ- সব কিছু পরিমান মত দেওয়া কিন্তু বেকিং এর জন্য খুবি জরুরী তাই মেজারমেন্ট কিট দিয়ে সব মেপে পরিমান মত দেওয়া যায়। দাম ঃ- ৬০ টাকা
৪/হুইপড ক্রিমঃ-আইসক্রিম,কেক এর ওপর ডেকোরেশন এর কাজে লাগে । বাজারে আরও অনেক কোম্পানির আছে আরও ফ্লেভর আছে পছন্দ মত কিনবেন। দাম ঃ- ৮০ টাকা।





COMMENTS