দস্তরখানা এখানকার "তাওয়া ঝালফ্রাই" যারা না খেয়েছেন, মিস করেছেন! মাউথ ওয়াটারিং ডিস! তাওয়া ঝালফ্রাই: ৯/১০ ( মাস্ট ট্রা...
দস্তরখানা
এখানকার "তাওয়া ঝালফ্রাই" যারা না খেয়েছেন,
মিস করেছেন! মাউথ ওয়াটারিং ডিস!
তাওয়া ঝালফ্রাই: ৯/১০ ( মাস্ট ট্রাই আইটেম), ১০৫ টাকা উইথ ফ্রাইস।
বিফ চাপ : ৬/১০ (তেমন ভাল লাগেনি), ১১০ টাকা উইথ ফ্রাইস।প্যাচ পরটা : ৭/১০ ( ৭ দিচ্ছি পরিমানের জন্য, খাদক না হলে একটা পরোটা দুইজন আরামসে খেতে পারবেন), ২০ টাকা।
বিফ চাপ : ৬/১০ (তেমন ভাল লাগেনি), ১১০ টাকা উইথ ফ্রাইস।প্যাচ পরটা : ৭/১০ ( ৭ দিচ্ছি পরিমানের জন্য, খাদক না হলে একটা পরোটা দুইজন আরামসে খেতে পারবেন), ২০ টাকা।
ফ্রাইস টা এভারেজ ছিল, কিন্তু ওদের সালাদ টা খুবই ফ্রেস আর ইয়াম্মি!
পরিবেশ ও সার্ভিস: ৬/১০ নিচতলা সাধারন হোটেলের মত কিন্তু দুইতলা বেশ ছিমছাম, ছোট কিন্তু রেস্টুরেন্ট এর মত। সার্ভিস ভাল ছিল। এসি থাকলে ৭ দিতাম।
পরিবেশ ও সার্ভিস: ৬/১০ নিচতলা সাধারন হোটেলের মত কিন্তু দুইতলা বেশ ছিমছাম, ছোট কিন্তু রেস্টুরেন্ট এর মত। সার্ভিস ভাল ছিল। এসি থাকলে ৭ দিতাম।
শুনেছি এদের তান্দুরি_চিকেন আর ব্রেইনফ্রাই নাকি অনেক ভাল,
কিন্তু আমরা যখন গিয়েছি তখন এভ্যাইলেবল ছিল না, ট্রাই করতে পারি নি :(
লোকেশন : মিরপুর ৬ কফি টাইম থেকে একটু সামনে ৬ নাম্বার বাজারের আগে।
লোকেশন : মিরপুর ৬ কফি টাইম থেকে একটু সামনে ৬ নাম্বার বাজারের আগে।
একটা বিফ চাপ, একটা তাওয়া ঝালফ্রাই, দুইটা প্যাচ পরোটা,
একটা ৫০০এমএল পানি আর তিনটা সফট ড্রিনকস মিলে বিল ৩৩৫ টাকা।