Song : Abar Urte Shekhao Singer : Minar Model : Supto & Othoi Lyricist : Minar Rahman Tune : Minar Rahman Composer : Rezwan Shekh ...
Song : Abar Urte Shekhao
Singer : Minar
Model : Supto & Othoi
Lyricist : Minar Rahman
Tune : Minar Rahman
Composer : Rezwan Shekh
Direction: Saikat Nasir
Produce By : Adbox BD Ltd.
Online Partner: Adbox BD Ltd.
Singer : Minar
Model : Supto & Othoi
Lyricist : Minar Rahman
Tune : Minar Rahman
Composer : Rezwan Shekh
Direction: Saikat Nasir
Produce By : Adbox BD Ltd.
Online Partner: Adbox BD Ltd.
আমি ছিলাম আমারই মতো,
ভেঙে সব খেয়াল ।
তুমি ছিলে তোমারই নিয়মে,
গড়েছিলে দেয়াল ।
কোন এক পড়ন্ত বিকেলে কিছু বলেছিলে,
অভিমানী ঐ দুটো চোখে কেন ডেকে ছিলে ।
এখন আমি, ঘুমিয়ে একা কোথায় তুমি জানিনা,
জানিনা ... ।
আবার উড়তে শেখাও, আমায় তুমি,
উড়তে শেখাও, আমায় তুমি ।
আবার বাঁচতে শেখাও, আমায় তুমি,
বাঁচতে শেখাও, আমায় তুমি ।
ভুলে ভরা ভাঙা এ হৃদয়ে শুনেছি তোমারই ডাক ।
মনে পরে দেখেছি দুজনে, উড়ে চলা পাখির ঝাক ।
জানালার কাঁচ জুড়ে আছে শুধু তোমারই আলো,
একটি বার, শুধু আর একটি বার বলো আছো ভালো।
এখন আমি, ঘুমিয়ে একা কোথায় তুমি জানিনা,
জানিনা ... ।
আবার উড়তে শেখাও, আমায় তুমি,
উড়তে শেখাও, আমায় তুমি ।
আবার বাঁচতে শেখাও, আমায় তুমি,
বাঁচতে শেখাও, আমায় তুমি ।
Tags:- Abar Urte Shekhao (2017) By Minar Rahman, Abar Urte Shekhao (2017) By Minar Rahman, Abar Urte Shekhao (2017) By Minar Rahman :: Full Mp3 Songs, Abar Urte Shekhao 2017 By Minar Rahman Free Download, Abar Urte Shekhao ( আবার উড়তে শেখাও ) Lyrics - Minar Rahman, Minar Rahman Songs,
COMMENTS