Song : Jabe Ki Chole (duet) Singers : Topu & Anila Music Producer : Sajid Sarker Album : Yaatri Members : Shams (Bass), Romel (Keys...
Song : Jabe Ki Chole (duet)
Singers : Topu & Anila
Music Producer : Sajid Sarker
Album : Yaatri
Members : Shams (Bass), Romel (Keys), Shetu (Guitar), Khalid (Drums), Vocal (Topu)
Lyric : Topu
Tune : Yaatri
Photography : Fazle Rabby & Topu
Label : G Series
Singers : Topu & Anila
Music Producer : Sajid Sarker
Album : Yaatri
Members : Shams (Bass), Romel (Keys), Shetu (Guitar), Khalid (Drums), Vocal (Topu)
Lyric : Topu
Tune : Yaatri
Photography : Fazle Rabby & Topu
Label : G Series
মনে রেখেছি , ভেবোনা ভুলে গিয়েছি ,
স্মৃতি ধরে রেখেছি , খুব যতনে ।
তবু বুঝিনি , ভুলেও ভাবিনি,
এখানে এখনি , দেখা আবার তোমার আমার ।
ভুলগুলো সব আমার , মেনে যদি বলি আবার ,
তবু তুমি , যাবে কি চলে ?
মুখ শান্ত মন হাহাকার, রাগ দুঃখ আজ একাকার,
শুধু চাই, যেও না চলে ।
শেষ দেখাতে, তুমি যেখানে,
ছেড়ে গেছো আমাকে, আজও সেখানে।
ভালোবাসাতে তুমি যেভাবে, চেয়েছো আমাকে,
রবো সেভাবে , যদি বলি...।
ভুলগুলো সব আমার, মেনে যদি বলি আবার,
তবু তুমি, যাবে কি চলে?
মুখ শান্ত মন হাহাকার, রাগ দুঃখ আজ একাকার ,
শুধু চাই, যেও না চলে ।
দুয়ারে দুয়ারে, খুঁজেছি তোমাকে ,
হারিয়ে বুঝেছি , কে তুমি?
দেখা হলে পরে, যত কথা মনে,
বলবো যেওনা এখনি ।
ভুলগুলো সব আমার, মেনে যদি বলি আবার,
তবু তুমি, যাবে কি চলে?
মুখ শান্ত মন হাহাকার, রাগ দুঃখ আজ একাকার ,
শুধু চাই , যেও না চলে ।
Video Link
Tags:- Yaatri With Sajid Feat Topu And Anila Mp3 Download Free, Topu & Anila - Jabe Ki Chole | Produced by Sajid with Yaatri | lyrical, Jabe Ki Chole ( যাবে কি চলে ) Lyrics – Topu And Anila | Yaatri ( Album, Mon Boro Beiman by F A Sumon | Album Iti Tomar Priyo | Official, G Series (Music) Videos - YouTube, jabe Ki Chole topu and anila lyrics, JABE KI CHOLE FULL BENGALI SONG LYRICS IN BANGLA, Jabe Ki Chole By Topu And Anila.mp3, Ek paye nupur tomar song with lyrics by topu & Anila,
COMMENTS